এস এম জাকির হোসেন শ্যামনগর থেকেঃ বিশ্বের সর্ববৃহৎ নয়নাভিরাম ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন ভ্রমণ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রুনাই দারুসসালাম এর রাষ্ট্রদূত হাজী হারিস বিন ওসমান। গতকাল ১২ আগস্ট শুক্রবার তিনি একদিনের ব্যক্তিগত সফরে সাতক্ষীরায় এসে সুন্দরবন কলাগাছিয়া ইকো ট্যুরিজম কেন্দ্র ঘুরে ঘুরে সুন্দরবনের সৌন্দর্য অবলোকন করেন। শ্যামনগর উপজেলায় পৌঁছিয়ে তিনি ঐতিহ্যবাহী বংশীপুর শাহী মসজিদে পবিত্র জুম্মার নামাজ আদায় করেন। পরবর্তীতে তিনি দুপুরে সুন্দরবনের কোলে ঘেঁষে গড়ে ওঠা অপরূপ সৌন্দর্য আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টারে পৌঁছালে রাষ্ট্রদূত হাজী হারিস বিন ওসমানকে শ্যামনগর উপজেলা প্রশাসন নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। তিনি আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টার পরিদর্শন করেন ও মধ্যহ্ন ভোজ করেন। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এ কে ফজলুল হক, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য উপজেলা আ’লীগের সভাপতি এস এম জগলুল হায়দার, দৈনিক ভোরের পাতার সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসান সিআইপি, থানা অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম প্রমুখ। মধ্যহ্ন ভোজ শেষে রাষ্ট্রদূত হাজী হারিস বিন ওসমান সুন্দরবনের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য স্পিডবোট যোগে কলাগাছিয়া ভ্রমন করেন। ভ্রমণ শেষে তিনি সন্ধ্যায় সাতক্ষীরা উদ্দেশ্যে রওনা হন।