সোমবার, ১৯ মে ২০২৫, ১২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শান্তি আলোচনার পর ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা চালালো রাশিয়া সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বব্যাংক অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭ যে কারণে ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখবে পাকিস্তান: রিপোর্ট ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ—মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের প্রাণহানি যে কারণে পেনাল্টি নেননি হালান্ড

সুন্দরবন সফর শেষে ফেরার পথে তালার মির্জাপুরে ৩৫ জন যাত্রীবাহী বাস খাদে

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৮ মে, ২০২৫

তালা প্রতিনিধি \ তালার মির্জাপুর এলাকায় সুন্দরবন সফর শেষে ঢাকা ফেরার পথে ৩৫ জন সাংবাদিককে বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। রবিবার বিকালে তালা উপজেলার পাটকেলঘাটা থানাধীন মির্জাপুর বাজার সংলগ্ন ইসলাম কাঠির মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৭ মে স্বরাষ্ট্র উপদেষ্টার সংবাদ কাভার করার জন্য ঢাকা থেকে ৩৫ জনের সাংবাদিক টিম সাতক্ষীরায় এসেছিলেন। পরে তারা সাতক্ষীরার সুন্দরবন সফরে গিয়েছিলেন। সেখান থেকে ঢাকায় ফেরার পথে সাংবাদিকদের বহনকারী বাসটি তালার মির্জাপুরের ইসলামকাঠির মোড়ে পৌছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। বাসটির নাম্বার— ঢাকা মেট্রো—ব ১১০৪—৬১। এসময় বাসে থাকা অনেকেই কমবেশি আহত হন। তবে সৌভাগ্যবশত কেউ প্রাণ হারাননি, সকলেই প্রাণে বেঁচে গেছেন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। রাস্তার দুরবস্থা ও গুড়ি গুড়ি বৃষ্টির কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারানা করা হচ্ছে। এদিকে খবর পাওয়া মাত্র বিজিবি একটি ইউনিট,পাটকেলঘাটা থানা পুলিশের একটি টিম, তালা ফায়ার সার্ভিস ষ্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে হাজির হন। পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাইন উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় বাসটি উল্টে গেলেও এতে বড় ধরনের কোন হতাহতের ঘটনা ঘটেনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com