ব্রহ্মরাজপুর প্রতিনিধি ॥ সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের সুপারিঘাটা কমিউনিটি ক্লিনিকের সিজি গ্রুপের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১০ফেব্রুয়ারী) শনিবার বেলা ১০ টায় সুপারিঘাটায় বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তারনের আয়োজনে ক্লিনিক কার্যালয়ে জনপ্রতিনিধি, শিক্ষক, কমিউনিটি ক্লিনিকের কর্মকর্তা-সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ইউপি সদস্য আনিছুর রহমান-এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডাঃ মোঃ ফরহাদ জামিল-সাতক্ষীরা সদর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোঃ মোশাররফ হোসেন , জমি দাতা সাংবাদিক শাহাদাৎ হোসেন বাবু, সি এইচ সিপি শুশুমা মন্ডল, মোছাঃ আজমুননাহার, মোঃ তাকদীর আহসান রুবেল,মোঃ তৈবুর রহমান তুহিন, উত্তরন কর্মী মোঃ রুহুল কুদ্দুচ,মোঃ ইলিয়াস হোসনে প্রমুখ। সভায় বক্তারা, অত্র কমিউনিটি ক্লিনিকের সেবার মান বৃদ্ধি, রোগীদের সাথে ভালো ব্যবহার সহ ক্লিনিকের উন্নয়নকল্পে কয়েকটি পরিকল্পনা গ্রহন করেন।