বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১০:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সখিপুর ইউনিয়নে তারুণ্যের ভাবনা বিষয়ক কর্মশালা “মাসজিদে কুবা” নামাজ আর ধর্মীয় শিক্ষার পাশাপাশি মানবতার মনোমুগ্ধতার উচ্চতায় দেবহাটার পাঁচটি ইউনিয়নে বিএনপির আহ্বায়ক কমিটি গঠন চাপের মুখে পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ আশাশুনি তথ্য অধিকার বুথ ক্যাম্প অনুষ্ঠিত দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রশিক্ষণ সম্পন্ন সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ নূরনগরে জামায়াতের সেটআফ প্রোগ্রাম ও মতবিনিময় শীতার্তদের মাঝে জামায়াতের কম্বল বিতরণ

সুফি সাধক খান বাহাদুর আহছানউল্লা (রঃ) ছিলেন আলোকিত জ্ঞান সমৃদ্ধ শিক্ষা ও সমাজ সংস্কারক -উপাচার্য ড. মোহাম্মদ আব্দুর রশিদ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩

বিশেষ প্রতিনিধি ॥ আল্লাহ যখন কোন জাতিকে ভালবাসেন, কোন মানুষকে ভালবাসেন, তখন সে মানুষের কাছে আল্লাহ একজন মহান ওলিকে পাঠিয়ে দেন। একথা আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন। আমরা আল্লাহর মহান নেয়ামত হিসেবে খানবাহাদুর আহ্ছানউল্লাহ (রঃ) কে পেয়েছি। যিনি বাংলাদেশের মানুষের ধর্ম পালনের ধর্ম সম্পর্কে চিন্তা-চেতনার জগতে তিনি ব্যপক পরিবর্তন এসে দিয়েছিলেন। ধর্ম যে, সুধু কিছু রেছম রেওয়াজের মধ্যে সিমাবদ্ধ নয় বরং মানুষের সেবা, খোদা প্রেম, ধর্মের গুরু শিক্ষা তিনি মানুষের মনে জাগ্রত করে দিয়েছিলেন। দেখুন যুগ যুগ ধরে আজকে এই বাংলাদেশে হিন্দু অধ্যাশিত এলাকা এখানে ইসলাম এমনিতেই প্রচার হইনি। এখানে যারা প্রকৃত আল্লাহর ওলি এসেছেন তারা প্রত্যেকেই কিন্তু মানুষের শিক্ষা এবং সমাজ ব্যস্থার মধ্যে পরিবর্তন নিয়ে এসেছেন। সুফি সাধক খান বাহাদুর আহ্ছানউল্লা (রঃ) ছিলেন আলোকিত জ্ঞান সমৃদ্ধ শিক্ষা ও সমাজ সংস্কারক। মানুষের সেবায় নিবেদিত শিক্ষা ক্ষেত্রে তার অনেক অবদান রয়েছে তার ধর্ম দর্শন আদর্শ আমাদেরকে ধারণ করতে হবে । গতকাল ৩০ ডিসেম্বর শনিবার সকাল ১০ টায় সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা শরীফে পীরে-কামেল বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মোজাদ্দেদ, অবিভক্ত বাংলা ও আসামের শিক্ষা বিভাগের সহকারী পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষা সংস্কারক, প্রখ্যত সাহিত্যিক, সমাজ সেবক, আত্মাধিক সাধক, সমাজ সংস্কারক, জ্ঞান তাপস, মুসলিম রেনেঁসার অগ্রদুত, মুক্তবুদ্ধি ও অসাম্প্রদায়িক চিন্তা-চেতনার অধিকারী, মনোচিকিৎসক, ঐতিহাসিক, দার্শনিক, ‘‘স্রষ্টার এবাদত ও সৃষ্টের সেবা” ব্রত নিয়ে চলা নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের প্রতিষ্ঠাতা সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গওছে জামান আরেফ বিল্লাহ হজরত শাহ্ ছুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (রঃ) এঁর ১৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষে নলতা পাক রওজা শরীফ প্রাঙ্গণে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের আয়োজনে সেমিনারে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ আব্দুর রশিদ প্রধান অতিথি হিসেবে বক্তব্যে কথাগুলো বলেন। উক্ত অনুষ্ঠানে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি, সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী, সাতক্ষীরা- ৩আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, নলতা কেন্দ্রীয় আছেননিয়া মিশনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডক্টর কাজী আলী আজম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কালিগঞ্জ মহাবিদ্যালয় বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক বিশিষ্ট সাহিত্যিক গাজী আজিজুর রহমান। প্রধান আলোচক হিসেবে ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ডঃ কে এম সাইফুল ইসলাম খাঁন, আলোচনায় অংশগ্রহণ করেন, খানবাহাদুর আহছানউল্লা ইনস্টিটিউট এর মহাপরিচালক এ এফ এম এনামুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয় ফারসী ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর আহসানুল হাদী, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান ডঃ মোহাম্মদ আনারুল ইসলাম। হযরত খানবাহাদুর আহছানউল্লা (রঃ) ইন্সটিটিউট এর পরিচালক সহকারী অধ্যাপক মনিরুল ইসলাম এর পরিচালনায় সেমিনারে অনুষ্ঠানের শুরুতে অতিথি বৃন্দের আসন গ্রহণ, পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ ও নাত গজল পরিবেশনের ফিরোজ আলম। উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারী কলেজের অধ্যক্ষ সখিপুর খান বাহাদুর আহসানল্লা সরকারি কলেজের অধ্যক্ষ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, উপজেলা চেয়ারম্যানগন, আহ্ছানিয়া মিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সুধিবৃন্দ। অনুষ্ঠানের শেষপ্রান্তে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা আবু সাঈদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com