দেবহাটা অফিস॥ দেবহাটার কুলিয়া ইউনিয়নে সুবর্ণবাদ গ্রামে ঢালী ভবন চত্বরে এলাকাবাসিও পরিবারে পক্ষ হতে স্বর্গীয় রাাঁধা কান্ত ঢালীল ২৭তম প্রয়ান দিবস পালিত হয়েছে। গতকাল শোক শ্রদ্ধায় এলাকবাবাসি স্বরনকরলেন সুবর্ণবাদ সেন্ট্রাল হাইস্কুলের প্রতিষ্ঠাতা সহ বহু সৃষ্টির অগ্রপথিক রাধাকান্ত ঢালীকে। আমাদের কুলিয়া প্রতিনিধি শহিদুল ইসলাম মাষ্টার জানান সর্বস্তরের জনসাধারনের উপস্থিতিতে বক্তারা স্বর্গীয় রাধাকান্ত ঢালীন ত্যাগ, আদর্শ, সৃষ্টি সহ সমাজ উন্নয়নের দিক তুলে ধরেন। মানব দরদী অসম্প্রদায়িক চেতনার রাঁধাকান্ত ঢালী সব ধর্মের মানুষের মাঝে বেঁচে থাকবেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ দেবহাটা শাখার সভাপতি অধ্যাপক চন্দ্রকান্ত মল্লিক। বক্তব্য রাখেন দেবহাটা উপজেলার শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষক স্বপন কুমার মল্লিক। স্বর্গীয় রাধাকান্ত্র ঢালীর পুত্র খোকন কান্ত ঢালী, সমাজসেবক ফনিন্দ্র নাথ সরকার, অজিত কুমার সরকার প্রমুখ।