দেবহাটা অফিস \ দেবহাটার কুলিয়া সুবর্ণবাদ বাজারে ছোট বড় দোকান কুলিয়া খাল পুনঃখননের ধকল সামলাতে না পারে ঢসে পড়েছে। লক্ষ লক্ষ মূল্যের পণ্য সামগ্রী ও সরঞ্জাম সমৃদ্ধ ব্যবসা প্রতিষ্ঠান হারিয়ে দোকান মালিক (ব্যবসায়ীরা) পথে বসেছে। শনিবার দিন ও ব্যবসায়ীরা ব্যবসা করেছে রাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ী ফিরেছে, সকালে ঘুম থেকে জেগেই তারা জানতে পারেন জীবন জীবিকার অবলম্বন তার প্রতিষ্ঠানটি খনন করা খালের ধারে পড়ে আছে কোন কোন দোকান খালের মধ্যবর্তী স্থানে আবার সম্মুখপানের সড়কে পড়ে আছে। বেদনা দায়ক দৃশ্য কেবল ব্যবসায়ীদের নয় সাধারন মানুষদেরকে মনবেদনায় পূর্ণ করেছে। কর্মব্যস্ত ব্যবসা নির্ভর সুবর্ণবাদের প্রাণ খ্যাত দোকান গুলোর মালিকরা বর্তমানে খাল খননের সময়ে খাল খননের সাথে সংশ্লিষ্ট কারোর কারোর সাতে যোগাযোগ করে দোকান গুলো রাখার ব্যবস্থা করে এবং এজন্য আর্থিক বিষয়টি জড়িত বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের অনেকে বলছেন। প্রতিশ্র“তি ভঙ্গ না কি সুবিধা নিয়েও ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ক্ষতি হলো এমন প্রশ্ন মুখে মুখে। ব্যবসায়ীরা জানান তাদের আশ্বাস দেওয়া হয়েছিল দোকান গুলো থাকবে কিন্তু শেষ পর্যন্ত রক্ষা হলো না। ক্ষতিগ্রস্থ এবং ঢসে পড়া ব্যবসা প্রতিষ্ঠান গুলো ভোলা স্বর্নকারের ফটোস্টুডিও, আসাদুলের চায়ের দোকান, মোহাম্মদ আলীর মুদির দোকান, শুভঙ্কর মিস্ত্রীর মোটর সাইকেল সার্ভিস দোকান, রাখাল বিশ্বাসের সেলুন দোকান, দিলীপ মিস্ত্রীর সাইকেল সারাই, আলমগীর সানার মুদির দোকান এমন ভাবে ইছাহাক, নুর ইসলাম, অচিন্দ্র মন্ডল সহ অনেকের ব্যবসা প্রতিষ্ঠান মাটির সাথে মিশে গেছে।