বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা’র কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নে ঐতিহ্যবাহী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সুরত আলী মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জিএম সুরত আলী এর জ্যেষ্ঠ পুত্র এ্যাডঃ জি এম মিজানুর রহমান। সূত্রে জানা জায়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর চেয়ারম্যান এর আদেশক্রমে বিদ্যালয় পরিদর্শক ড. মোঃ কামরুজ্জামান ১৭/০৩/২০২৫ তারিখে স্বাক্ষরিত বিঅ—৬/৫০০৬/৩৭.১১.৪০৪১.৫০১.০১.৬.২০.২০৬২২(৬) স্মারকে অত্র বিদ্যালয়ের অ্যাডহক কমিটির অনুমোদন প্রদান করেন।