স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা শহরের সুলতানপুর ঝিলপাড়া নিবাসী অবসরপ্রাপ্ত অগ্রণী ব্যাংক কর্মকর্তা শেখ ফারুক হোসেন আর নেই। সোমবার রাত ৮টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরন করেন (ইন্না লিলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি ৪ ছেলে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট রোগে ভুগছিলেন। গতকাল বাদ জোহর শহরের স্লুতানপুর ক্লাব মাঠে মরহুমের জানাজা শেষে ঝিলপাড়াস্থ পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা পৌরসভার (ভারপ্রাপ্ত) মেয়র কাজী ফিরোজ হাসান, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সমন্বয়ক শেখ আহসানুর রহমান রাজীব প্রমুখ।