স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা সুলতানপুর বাজারে কাঁচামাল ব্যবসায়ী ও মুদি ব্যবসায়ীর মধ্যে বিরোধ অভিযোগে দোকান পাঠ বন্ধ \ ভোগান্তিতে ক্রেতা সাধারন। পুলিশের হস্তক্ষেপে পুনরায় পরিস্থিতি স্বাভাবিক। সুলতানপুর কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক আব্দুর রহিম বাবু জানান, গতকাল বেলা ১১টায় কাঁচা তরকারি ভ্যান থেকে নামানোর সময় পিছন থেকে মটর সাইকেলে মুদি ব্যবসায়ী ধক্কা দেয়। কথা কাটাকাটির এক পর্যায়ে মুদি ব্যবসায়ী তরকারি ব্যবসায়ী কে মারপিট করে। অপর দিকে মুদি ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক আক্তারুজ্জামান মুকুল জানান, সকালে মুদি ব্যবসায়ী ও কাঁচামাল ব্যবসায়ী মটর সাইকেল ও ভ্যানে ধাক্কা দিয়ে ভুল বুঝাবুঝি হয়। স্থানীয়রা জানান এঘটনাকে কেন্দ্র করে বেশ কয়েক ঘন্টা দোকান বন্ধ ছিলো। এতে চরম বিপাকে পড়তে হয়েছে বাজারে কেনাকাটা করতে যাওয়া ক্রেতাদের। তবে উভয় কমিটির নেতৃবৃন্দ বলেছেন বিষয়টি মিমাংশা হয়ে গেছে। বাজারের সকল কার্যক্রম সচল রয়েছে। সদর থানার ওসি মোহাম্মদ গোলাম কবির জানান, বাজারের উভয় ব্যবসায়ী অভিযোগ নিয়ে থানায় আসেন। শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা হয়েছে। এখন বাজারে সবকিছু ঠিকঠাক ভাবে চলছে। ব্যবসায়ীরা এক হয়ে ব্যবসা প্রতিষ্ঠানে ফিরে গেছেন।