স্টাফ রিপোর্টারঃ সুস্থ জাতি গঠন করতে খেলাধুলা ও সংস্কৃতি চর্চার কোন বিকল্প নেই। শিক্ষার্থীদের খেলাধুলার মাধ্য মৌলবাদকে রুখে দিয়ে আলোকিত সমাজ গড়া সম্ভব। শিশু কিশোরদের নিয়মিত লেখাপতড়ার পাশাপাশি খেলাধুলা ও শরীর চর্চার উপর গুরুত্ব আরোপ করেন। খুলনা জেলা আলীগের তথ্য ও গবেষণা সম্পাদক খুলনা ৫ আসনের মনোনয়ন প্রত্যাশী অজয় সরকার বলেছেন, অজয় সরকার বুধবার রাতে শারদীয় দূর্গোৎসব ২০২৩ এর মহাবিজয়া দশমী উপলক্ষ্যে বড়ডাঙ্গা সর্বজনীন পূজো মন্ডপ চত্বরে আয়োজিত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় পুরস্কার বিতরনী অনুষ্ঠানে এসব কথা বলেন। প্রবীন শিক্ষাবিদ বিরেন্দ্রনাথ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডুমরিয়া উপজেলা মৎস্যজীবী লীগের সাধাঃ সম্পাদক মৃত্যুন্জয় সরকার, সহসভাপতি সজল মন্ডল, হারুনুর রশীদ, পূজো কমিটির তপন মন্ডল,সোহাগ সরকার,সুজিত মন্ডল, জয় বিশ্বাস, নৃপেন মন্ডল প্রমুখ। উল্লেখ্য এই প্রতিযোগীতায় গ্রামীন জনপদের বিলুপ্ত প্রায় ঐতিহ্যবাহী খেলা হাঁড়িভাঙ্গা, কলাগাছে ওঠা, চেয়ারে বসা, উলুধ্বনী প্রতিযোগীতা ও শঙ্খ বাজানো ও নৃত্য প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। সবশেষে অভিজ্ঞ ও খ্যাতিমান শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।