শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:০৮ অপরাহ্ন

সূর্যকান্ত গাইন নৌকা উপর তৈরি প্রধানমন্ত্রীর ম্যুরাল তাকে উপহার দিতে চান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২

চুকনগর প্রতিনিধি \ নাম সূর্য্যকান্ত গাইন। তিনি খুলনার ডুমুরিয়া উপজেলার রুদাঘরা ইউনিয়নের চহেড়া গ্রামের হরিপদ গাইনের ছেলে। পেশায় তিনি একজন মাছ বিক্রেতা। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেওয়ার জন্য তার একটি মুর‌্যাল তৈরি করেছেন। বড় ইচ্ছা আছে ম্যুরালটি তিনি নিজ হাতে প্রধানমন্ত্রীকে উপহার দিবেন। এজন্য গত ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে পদ্মা সেতুর স্বপ্ন দ্রষ্টা জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর আবক্ষ ম্যুরাল উপহার দেয়ার চেষ্টা করেন। কিন্তু নিরাপত্তার বলয় ভেঙে তিনি সেটা পারেনি। তাই এবার তিনি গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীকে মুর‌্যালটি উপহার দিতে চান। এজন্য তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। তিনি জানান, ৩বছর যাবৎ তার ব্যবসা থেকে কিছু সঞ্চিত অর্থ এবং সর্বশেষ একটি গরু বিক্রির টাকায় ম্যুরালটি তিনি নির্মাণ করিয়েছেন। সাত ফুট লম্বা, দুই ফুট চওড়া একটি কাঠের নির্মিত নৌকার উপর ফাইবার গ্লাস দিয়ে প্রায় দুই ফুট উচ্চতার ম্যুরালটি তৈরী করাতে প্রায় আড়াই লাখ টাকা খরচ হয়েছে তার। এব্যাপারে বরাতিয়া গ্রামের বিধান বিশ্বাস বলেন, প্রায় শতাধিক লোক নিয়ে ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে আমরা গিয়েছিলাম। কিন্তু নিরাপত্তার কারণে প্রধানমন্ত্রী পর্যন্ত আমরা পৌছুতে পারিনি। তাই আমরা গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীকে নৌকার উপর তৈরি প্রধানমন্ত্রীর ম্যুরালটি উপহার দিতে চাই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com