দেবহাটা অফিস \ বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেশন প্রতিযোগিতায় দৈনন্দিন বিজ্ঞানে খুলনা বিভাগীয় শ্রেষ্ঠতায় নিজের নাম লেখালো সখিপুর সরকারি খানবাহাদুর আহছান উলা কলেজের শিক্ষার্থী কাব্য ঘোষ। খুলনায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় দেবহাটার কৃতি সন্তান এবং কলেজের রোবট খ্যাত কাব্য ঘোষ শ্রেষ্ঠতের পুরস্কার গ্রহন করেন এবং পুরস্কার তুলে দেন প্রধান অতিথি খুলনা বিভাগীয় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ শহিদুল ইসলাম, সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক এসএম আঃ খালেক। কাব্য ঘোষের এই অর্জনে সখিপুর কলেজটিকে অনন্য উচ্চতায় নিলেন, কলেজটির পরিচালনা পর্ষদ সভাপতি নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী কাব্য ঘোষকে এবং কলেজের শিক্ষকদের অভিনন্দন জানিয়েছেন। কাব্য ঘোষ জানান তার এই সাফল্যে কলেজের শিক্ষকগনের উৎসাহ সাফল্য জুগিয়েছে। বিশেষ করে আমার পিতা সিমুরেজা এবং শ্রদ্ধেয় শিক্ষক জয়ন্ত কুমার ঘোষের অনুপ্রেরনায় আমি ধন্য। দেবহাটার শিক্ষক শিক্ষার্থীরা কাব্য ঘোষের অর্জনকে পুরো দেবহাটা বাসির অর্জন বলে জানান।