এফএনএস বিদেশ : ইউক্রেনের বন্দরনগরী মারিওপোলে টানা গোলাবর্ষণ করে যাচ্ছে রাশিয়ার সেনারা। এমন পরিস্থিতিতে শহরের সুরক্ষায় ন্যাটোকে সেনা পাঠানোর আহŸান জানিয়েছেন ওই শহরের ডেপুটি মেয়র। গতকাল শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়। মারিওপোলের ডেপুটি মেয়র সের্গেই ওরলভ বিবিসি রেডিও ৪-এর আজকের অনুষ্ঠানে বলেন, ন্যাটো সক্রিয় না হওয়া পর্যন্ত পুতিনকে আকাশ থেকে আমাদের নাগরিকদের হত্যা করা থেকে বিরত রাখা যাবে না, কোনো উপায় নেই। এটি আঞ্চলিক কোনো সংঘাত নয়Ñ এটি গণতন্ত্র, স্বাধীনতা এবং ইউরোপের অন্যতম বৃহৎ একটি রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ। তিনি আরও বলেন, ন্যাটোর নেতারা হয়তো বুঝতে পারছেন না, পুতিন থামবেন না। ন্যাটোর নেতারা ভীত এবং এটি দুঃখজনক। আমরা আশা করছি, হয়তো কখনও ন্যাটোর নেতারা পুতিনকে থামাতে সেনা পাঠানো অথবা আমাদের আকাশ বন্ধ করে আকাশের হুমকি থেকে রক্ষা করার প্রয়োজনীয়তা অনুধাবন করতে পারবেন। মারিওপোলের ডেপুটি মেয়র আরও বলেন, আমাদের শহর দখল করা অসম্ভব। কেননা এটি শুধু অবকাঠামো নয়, মানুষদের নিয়েই এ শহর। গত বৃহস্পতিবার ইউক্রেনের দোনবাস অঞ্চলে ‘সামরিক অভিযানের’ ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভাদিমির পুতিন। এরপর থেকে দেশজুড়ে ভয়াবহ সংঘাত চলছে। এর মধ্যে বেশ কয়েকদিন ধরেই মারিওপোল দখলে হামলা চালাচ্ছে রাশিয়ার সেনারা।