কয়রা (খুলনা) প্রতিনিধি ॥ সমবায়ে গড়েছি দেশ স্মার্ট হবে বাংলাদেশ –সমৃদ্ধি জীবনের জন্য স্মার্ট ক্রেডিট ইউনিয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কয়রা উপজেলা চাকুরীজীবি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের প্রথম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেন বলেছেন, সেবাই হোক সকল সংগঠনের মূখ্য বিষয়। তিনি বলেন, সামাজিক উন্নতির লক্ষ্যে বিভিন্ন ধরনের সংগঠনকে সরকারের পাশাপশি সামাজিক কাজে, মানুষের কল্যাণে এগিয়ে আসতে হবে। আর এই সংগঠন তরুন প্রজন্ম ও সমাজ একে অপরের সঙ্গে সম্পর্কিত। সমাজকে কেন্দ্র করে বর্তমানে বিভিন্ন সংগঠনের জন্ম হচ্ছে। প্রতিটি সংগঠন দেশের তরুন প্রজন্মের আশীর্বাদস্বরুপ। কেননা, এসব সংগঠনে যুক্ত হওয়ার মাধ্যমে একজন নাগরিকের দায়িত্বশীলতা ও সচেতনতা বৃদ্ধি পাচ্ছে। শুক্রবার (১২ জানুয়ারি) সকাল ১১ টায় সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে সংগঠনের সভাপতি প্রধান শিক্ষক সুজিৎ কুমার রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক এস এম খায়রুল আলমের পরিচালনায় বার্ষিক সাধারন সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালব লিমিটেড ঢাকার ট্রেজারার নরেশ চন্দ্র বিশ্বাস, ডিরেক্টর গ অঞ্চল মোঃ আরিফ হাসান ও কয়রা উপজেলা সমবায় অফিসার মোঃ তানভীর মাসুদুল হাসান। এতে আরও বক্তব্য রাখেন কালবের জেলা ব্যবস্থাপক মোঃ মামুন অর রশিদ, সংগঠনের সহ-সভাপতি প্রভাষক শাহাবাজ আলী, কেশিয়ার বিদেশ রঞ্জন মৃধা, শিক্ষক মোঃ হুমায়ুন কবির, রনজিত কুমার বাইন, মিতা রানী মন্ডল প্রমুখ। সভায় কয়রা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- কর্মচারী সহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। সভা শেষে উপজেলার ৭ জন মেধাবী ছাত্রছাত্রীদের হাতে প্রত্যেককে এককালিন বৃত্তি তিন হাজার করে টাকা তুলে দেন অতিথিবৃন্দ। আর্থিক সক্ষমতা সু-দৃঢ়করনে ক্রেডিট ইউনিয়ন অত্যান্ত ভূমিকা রাখছেন। জানা গেছে, ক্রেডিট ইউনিয়নে মোট সদসস্য ১৪২ জন। অনুষ্ঠান শেষে কালব এর প্রতিটি সদস্যকে একটি করে উপহার ও দুপুরের খাবারের ব্যববস্থা করা হয়।