শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৫:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

সোনাবাড়িয়া কেন্দ্র থেকে দুই শিক্ষক ও এক পরীক্ষার্থী বহিষ্কার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়ায় ৩৭২ নম্বর কেন্দ্র সোনাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে দুইজন শিক্ষক ও একজন পরিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার যশোর শিক্ষা বোর্ডের অধীনে ইংরেজি ২য় পত্র পরীক্ষার দিন ওই কেন্দ্রের ১৯ নম্বর কক্ষ থেকে তাদেরকে বহিষ্কার বহিষ্কার করা হয়। বহিষ্কৃত দুই শিক্ষক ও একজন পরীক্ষার্থী হলেন- উপজেলার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনজুয়ারা খাতুন, বিবি আর এন এস মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মশিয়ার রহমান ও উপজেলার হিজলদি মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী সাকিবুল ইসলাম রাজু রোল নম্বর ৭৭৬৬২৬। কেন্দ্রসচিব প্রধান শিক্ষক আসাদুজ্জামান চান্দু জানান, তার কেন্দ্রের ১৯ নম্বর কক্ষে উক্ত দুই শিক্ষক দায়িত্ব পালন করছিলেন এবং পরীক্ষার্থী সাকিবুল ইসলাম ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা দিচ্ছিলেন। পরীক্ষা চলাকালীন সময়ে ওই পরীক্ষার্থী অসাধু উপায় অবলম্বন করছিলেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার জহরুল ইসলাম ওই কক্ষে প্রবেশ করে দেখেন কর্তব্যরত ওই দুই শিক্ষক তাদের দায়িত্ব পালনে অবহেলা করছেন। পরে উপজেলা নির্বাহী অফিসার কেন্দ্র সচিবকে ওই দুই শিক্ষক এবং পরীক্ষার্থীকে বহিষ্কার করার নির্দেশ দিয়ে চলে যান। পরে কেন্দ্র সচিব দুইজন শিক্ষককে তাদের দায়িত্ব পালন থেকে অবহতি প্রদান করেন এবং পরীক্ষার্থীকে আগামী পরীক্ষাগুলো দেয়া থেকে অব্যাহতি দেওয়ার নির্দেশ দেন। উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com