সোনাবাড়িয়া (কলারোয়া) প্রতিনিধি ॥ সাতক্ষীরার কলারোয়ায় সোনাবাড়ীয়া সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও ২ দিনব্যাপী বর্ণিল ঈদ পূনমির্লনী ও কৃষকের ঈদ আনন্দ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১২ ও ১৩ এপ্রিল ২০২৪ সোনাবাড়ীয়া ইউনিয়নের উত্তর সোনাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুপুর আড়াইটা থেকে শুরু হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সার্কাস খেলা। নওগাঁ থেকে আগত বিখ্যাত রহিম বাটলুর সার্কাস টিম বিভিন্ন খেলা প্রদর্শন করেন। এরপর ৪ দলীয় কৃষক পালোয়ানের মিষ্টি খাওয়া প্রতিযোগিতা, ৪ দলীয় রশিটানা, হাড়া ভাঙা, মোরগ যুদ্ধ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সন্ধ্যার পর অনুষ্ঠিত হয় ৪ দলীয় কৃষকদের গাদন/গাদী খেলা প্রতিযোগিতা। অনুষ্ঠানের দ্বিতীয়দিন ছিল- গামলায় মুখ চুপিয়ে আপেল খাওয়ার প্রতিযোগিতা (ছেলে), এক পায়ে দাঁড়িয়ে বিস্কুট খাওয়ার প্রতিযোগিতা (মেয়ে) ও ৬ দলীয় কৃষকদের ক্রিকেট টুর্ণামেন্ট। প্রত্যেক প্রতিযোগিতায় বিজয়ীদের আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানস্থলে ছিল নারী-পুরুষের উপচেপড়া ভিড়। সোনাবাড়ীয়া সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ১ম দিন উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন, কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম (লাল্টু), সোনাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, যশোর সরকারি টিচার ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর হারুন-অর-রশিদ, কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ্ব প্রফেসর মোঃ আবু নসর। এছাড়াও উপস্থিত ছিলেন- ইউপি সদস্য সাদ্দাম হোসেন, সাবেক ইউপি সদস্য আনারুল ইসলাম, সোনাবাড়ীয়া সমাজকল্যাণ সংস্থার সভাপতি শিক্ষক ইয়াছিন আলী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন- মো. আক্তারুল সরদার, মো. ইমামুল হোসেন, মো. আব্দুল্লাহ আল গালিব।