ডুমুরিয়া প্রতিনিধি \ ১৯৯২ সালের ২৫ ডিসেম্বর প্রতিষ্ঠিত ডুমুরিয়ার অন্যতম বৃহত্তম সামাজিক ও সৃষ্টিশীল বহুমুখী সংগঠন “সোনামুখ পরিবার” এর ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হলো গতকাল। এ উপলক্ষে বরেণ্য গুণীজন ও মেধাবী ভবিষ্যত প্রজন্মদের এক মিলনমেলা বসেছিল সংগঠনটির প্রতিষ্ঠাতা এ এম কামরুল ইসলাম আন্দুলিয়া গ্রামের বাড়িতে বাবা—মায়ের স্মৃতিজড়িত পুকুরঘাট সংলগ্ন প্রাঙ্গণে। শীতের সকালের আয়োজিত অনুষ্ঠানে একেক করে অতিথিবৃন্দ আসতে আসতে বেলা বারোটার আগেই সকালের নাস্তার মধ্যে খেজুর রসের পায়েস, মুখরোচক ভাজি—চপ ও চা—কফি পরিবেশন, এরপর ৩২ পাউন্ডের কেক কেটে সবাইকে বিতরণ অতঃপর বহুবছর পর গ্রামবাংলার পুরনো ঐতিহ্যকে স্মরণ করতে উপস্থিত সকলকে কলাপাতায় দুপুরের খাবারের ব্যবস্থা বা আয়োজনটা ছিল সত্যিই বিস্ময়কর এক আনন্দের ব্যাপার। অনুষ্ঠানের যাবতীয় আয়োজনই নিঃসন্দেহে ব্যতিক্রমধর্মী, অভিনব ও আকর্ষণীয় ছিল। যেখানে উপস্থিত থাকাটা সবার কাছেই অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয় মনেকরি। উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি মো. ইয়াহিয়া। অধ্যক্ষ ড. মাজহারুল হান্নান, অধ্যক্ষ আহাদ আলী, অধ্যক্ষ মতলেবুর রহমান, ডক্টর সন্দীপক মল্লিক, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল জলিল, সাবেক সিআইপি হারুনুর রশিদ, অধ্যাপক আমানুল্লাহ, অধ্যাপক আব্দুল কাদের খান, অধ্যাপক হাফিজুর রহমান, আলহাজ্ব শাহজাহান জমাদ্দার।