দেবহাটা অফিস॥ সোনালী ব্যাংক পিএলসি ওসখিপুর সরকারি খান বাহাদুরআহছান উল্লাহ কলেজের মধ্যে অনলাইনসেবা গ্রহন কার্যক্রমের চুক্তি গতকাল কলেজ মিলনায়তনে সম্পন্ন হয়েছে। সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সোনালী ব্যাংক পিএলসির পক্ষে ডিজিএম মো: শাহ আলম এবং সেনা গ্রহণকারী প্রতিষ্ঠানের পক্ষেঅধ্যক্ষ অলেঅক কুমার চুক্তিতেস্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠঅনে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক পিএলসি পারুলিয়অ শাখার ব্যবস্থাক মো: মনিরুল ইসলাম, অনুষ্ঠঅনে অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন এজিএম প্রহ্লাদ কুমার মাখাল, প্রিন্সিপাল অফিসার আশুতোষ কুমার,সাইদুর রহমান,সিনিয়র অফিসার তপন কুমার মন্ডল, তপু বাছাড়, সন্দীপ কুমার সরকার,সজীব কুমার, কাজী মো: সাইদুর রহমান, শ্মশান কুমারমন্ডল, কলেজের পক্ষে উপস্থিত ছিলেন ও আলোচনায় অংশ নেন সহকারী অধ্যাপক আকবর আলী, মনিরুজ্জামান মহাসিন, আবুতালেবে প্রমুখ। চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানের সভাপতি ও পারুলিয়া সোনালী ব্যাংক পিএলসির ব্যাবস্থাপক মোঃ মনিরুল ইসলাম দৃষ্টিপাতকে জানান,ব্যাংকের প্রতিনিধি বৃন্দ ব্যাংকিং লেনদেনের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানটির সকল লেনদেন কার্যক্রম অত্যন্ত দ্রুততার সাথে পরিপালনের ওপর গুরুত্ব আরোপ করেন এবং একই সাথে সকল ধরনের লেনদেন প্রক্রিয়া অধিকতর গতিশীল করার প্রতিশ্র“তি দেন।