বিশেষ প্রতিনিধি ॥ প্রকৃতির নিয়মেই শীত আসে। আর শীত আসলেই চোখে পড়ে ছিন্নমূল, অসহায় মানুষদের হাড়কাঁপানো কষ্ট। এমন অসহায় দুঃস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার নূরনগর সোশ্যাল ইসলামি ব্যাংক উপশাখা। গতকাল বুধবার ১৭ জানুয়ারি বেলা ১১ টায় সোশ্যাল ইসলামি ব্যাংক পি এল সি এর সি এস আর কার্যক্রমের আওতায় নূরনগর সোশ্যাল ইসলামি ব্যাংক কার্যালয়ে উক্ত ব্যাংকের ম্যানেজার শেখ রিয়াজ উদ্দিন এর সভাপতিত্বে এবং অত্র ব্যাংকের অপারেশন ম্যানেজার মোঃ আনিসুল রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ করেন ও বক্তব্য রাখেন নূরনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বখতিয়ার আহমেদ। এসময় তিনি নূরনগর সোশ্যাল ইসলামি ব্যাংকের শীতবস্ত্র বিতরণ কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন এবং সেই সাথে সাথে ব্যাংকের উত্তরোত্তর সাফলতা কামনা করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক শেখ আল মামুন, সাইফুল ইসলাম, খুকুমণি, শফিকুল ইসলাম, শুভ সাহা সহ ব্যাংকের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।