দেবহাটা অফিস ॥ শীতের বিশেষ আকর্ষন খেজুরের রস, অত্যন্ত লোভনীয় রসনাতৃপ্ত আর চাহিদার ক্ষেত্র এই রসের লোভ সংবরন করা সহজ নয়, আর তাই এক শ্রেণির পেশাদার ও সৌখিন চোররা এবার রাতের গভীরে খেজুর গাছে চড়ে রসের ভাড় সহ রস চুরি করছে। সপ্তাহে একদিন গাছ কাটা হয় বিকাল হতে সকাল পর্যন্ত গাছে ভাড় থাকে গাছিরা সকালে উক্ত রস সহ ভাড় নামিয়ে আনে, জেলার দেবহাটা উপজেলার পারুলিয়ার ইছামতি নদী সংলগ্ন শাহাজাহান পুরে শীতের রাতে রস চুরির ঘটনা ঘটছে। পরপর দুই পালায় গভীর রাতে রসচুরি হওয়ায় গাছি ও মালিক পক্ষ অস্বস্তিতে পড়ছে, হতাশা দেখা দিয়েছে। শাহাজাহান পুরের বৈশিষ্ট্য ব্যবসায়ী রাশিদুল ইসলাম জানায় তার এবং তার গ্রামবাসির একাধিক ব্যক্তির গাছের রস চুরি করছে। চলতি পথে, আবার হাটতে হাটতে অনেক সময় পরিচিত জনরাও খেজুরের রস তাই চুরি করছে আবার অনেকটা হয়ে দূর্লভ হয়ে পড়াতেও চুরি হচ্ছে। বিশেষ প্রহরা দিয়েও রস চুরি করা করা সম্ভব নয় কারন শীতের রাতে গাছ তলায় দাঁড়িয়ে বা বসে থাকাও কষ্টের।