এফএনএস: সৌদি আরবে আরও একজন হজযাত্রী মারা গেছেন। গত বৃহস্পতিবার ঢাকা জেলার ফাতেমা বেগম (৫৯) নামের ওই হজযাত্রী পবিত্র মক্কা আল-মুকাররমায় ইন্তেকাল করেন। তার পাসপোর্ট নম্বর: ঊঊ০৩৮২৮৪৩। এ নিয়ে সৌদি আরবে এ বছর মারা গেলেন ৮ জন হাজযাত্রী। তাদের মধ্যে ৫ জন পুরুষ এবং ৩ জন নারী। মক্কায় ৬ জন ও মদিনায় মারা যান ২ জন। এদিকে ৩০ জুন পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৪৮ হাজার ১৭১ জন হজযাত্রী। ভিসা হয়েছে ৯৮.০৮ শতাংশ যাত্রীর। পবিত্র হজ অনুষ্ঠিত হবে ৮ জুলাই।