বুধবার, ১৪ মে ২০২৫, ১২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুন্দরবনে বিএসএফের রেখে যাওয়া ৭৫ জনকে পরিবারের কাছে হস্তান্তর দেবহাটা বিএনপির সদস্য নবায়ন উদ্বোধনী আয়োজনে জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ বিষ্ণুপুর ইউনিয়ন যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত কলারোয়ায যুবদল নেতার ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ মুন্সীগঞ্জে তাপদাহে পানি ও খাবার স্যালাইন বিতরণ শ্রীউলায় ইউনিয়ন পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত তারুণ্যের সমাবেশ সফল করতে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা ভাড়াশিমলায় ২৫০ প্রান্তিক কৃষানের মধ্যে সবজির বীজ বিতরণ খুলনার সাবেক মহিলা কাউন্সিলর গ্রেফতার বসন্তপুর ফকিরপাড়া জামে মসজিদে বার্ষিক ওয়াজ মাহফিল

সৌদি অধ্যায়ের ইতি টানছেন রোনালদো!

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৪ মে, ২০২৫

ক্রিস্টিয়ানো রোনালদো না খেললেই কি আল নাসর আরও ভালো খেলে? উত্তরটা সম্ভবত ‘না’ হবে। তবে গত সোমবার রাতে সৌদি প্রো লিগে রোনালদোবিহীন আল নাসর ৯—০ গোলের বিশাল জয় পেয়েছে আল আকদৌদের বিপক্ষে। এই ম্যাচে পতুর্গিজ তারকার না খেলার কারণ হিসেবে কোচ সাম পিউলি বলেছেন মাংস পেশীর চোটের কথা। তবে কিছু গণমাধ্যম বলছে, আল নাসর ছাড়তে যাচ্ছেন রোনালদো। আল আকদৌদক ৯—০ গোলে বিধ্বস্ত করার ম্যাচে সাদিও মানে একাই করেছেন ৪ গোল। সাবেক এই লিভারপুল তারকা প্রথমার্ধে এক গোল করেন, বিরতির পর করেন আরও তিন গোল। কলম্বিয়ান ফরোয়ার্ড জন ডুরান করেন জোয়াড়া গোল। আয়মান ইয়াহিয়া, মার্সেলো ব্রজোভিজ ও মোহাম্মেদ মারান পান একটি করে গোল। লিগে আন নাসরের শিরোপা জয়ের সম্ভাবনা আগেই ফুরিয়েছে। এখন তাদের লক্ষ্য শীর্ষ তিনে থেকে এএফসি চ্যাম্পিয়নস লিগে জায়গা নিশ্চিত করা। পয়েন্ট তালিকায় বর্তমানে দ্বিতীয় স্থানে থাকা আল হিলালের সংগ্রহ ৩১ ম্যাচে ৭৭ পয়েন্ট। তৃতীয়স্থানে থাকা আল নাসরের পয়েন্ট ৬৩। এক ম্যাচ কমে ৬২ পয়েন্ট নিয়ে চতুর্থস্থানে আছে আল কাদসিয়া, আর পঞ্চমস্থানে থাকা আল আহলির পয়েন্ট ৬১। অর্থাৎ, বাকি তিন ম্যাচে একটু হোঁচট খেলেই শীর্ষ তিন থেকে ছিটকে যেতে পারে আল নাসর। আল নাসরকে বড় ধরনের পরিবর্তন করতে হবে, যদি তারা রোনালদোকে আগামী মৌসুমে দলে ধরে রাখতে চায়। পতুর্গিজ ফুটবলার ক্লাবের শিরোপাক্ষরায় অসন্তুষ্ট। তিনি বেশ কিছু পরিবর্তনের অনুরোধ করে রেখেছেন কতৃর্পক্ষের কাছে। যার মধ্যে রয়েছে কোচ পিওলি, স্পোর্টিং ডিরেক্টর ফার্নান্দো হিয়েরো এবং প্রায় অর্ধেক স্কোয়াডকে বাদ দেওয়ার অনুরোধ। রোনালদো ২০২৩ সালের জানুয়ারিতে আল নাসরে যোগ দেন। তবে এরপর থেকে তিনি মাত্র একটি ট্রফি জিতেছেন, ২০২৩ সালের আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ। চলতি মৌসুমে আল নাসর এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটের সেমিফাইনালে হেরে যায় এবং সৌদি প্রো লিগে তারা বর্তমানে তৃতীয় অবস্থানে রয়েছে। অনেক পিছিয়ে রয়েছে লিগের শীর্ষে থাকা আল ইত্তিহাদের থেকে। গণমাধ্যমের সংবাদ অনুযায়ী, রোনালদো আল নাসরের অগ্রগতিতে অসন্তুষ্ট এবং ক্লাবে থাকতে হলে তিনি কোচিং স্টাফ এবং স্কোয়াডে বড় ধরনের পরিবর্তন চান। তার বর্তমান চুক্তি চলতি মৌসুমের শেষে শেষ হবে। যদিও সৌদি সংবাদমাধ্যম অকাজ স্পোর্টস বলছে, রোনালদো ২০২৬ পর্যন্ত থাকতে পারেন, তবে সেটি নির্ভর করবে তার দাবি মেনে নেওয়া হয় কি না, তার উপর। পতুর্গিজ মহাতারকা পিওলির কৌশলগত দৃষ্টিভঙ্গিতে খুশি নন। রোনালদোর বর্তমান আল নাসর স্কোয়াডের অনেককেই সামনের মৌসুমে চান না। তাদের তালিকা বিশাল। গোলকিপার বেন্তো, ডিফেন্ডার আয়মেরিক লাপোর্তে, মিডফিল্ডার আঞ্জেলো গ্যাব্রিয়েল, ফরোয়ার্ড ওয়েসলি। অন্যদিকে যাদের তিনি অবশ্যইও ধরে রাখতে চান তাদেরআও একটা তালিকা পাওয়া গিয়েছে। তারা হলেন সেন্টারব্যাক মোহামেদ সিমাকান, মিডফিল্ডার ওতাভিও ও মার্সেলো ব্রোজোভিচ। ফরোয়ার্ড মানে ও ডুরান। ওকাজ স্পোর্টসের অথ্য অনুযায়ী, আল নাসরের বার্ষিক আনুমানিক আয় প্রায় ২১.৩ মিলিয়ন মার্কিন ডলার, যা ক্লাবটিকে এই ধরনের বড় পরিবর্তন করার সক্ষমতা দেয়। বর্তমানে ক্লাবে যে অবস্থা চলছে, তাতে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে রোনালদো সন্তুষ্ট নন। তবে তার চাহিদা মেনে আল নাসর কী পদক্ষেপ নেয়, সেটিই এখন দেখার বিষয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com