আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি উপজেলা শোভনালী ইউনিয়নের নবারনকুনি (মধ্যম কামালকাটি) জামে মসজিদে সৌদি প্রবাসী নবাব আলী নগত ৭০ হাজার টাকা অনুদান প্রদান করেছেন। শুক্রবার জুম্মা নামাজ শেষে বাঁকড়া গ্রামের মৃত ইনতাজ সরদারের পুত্র সৌদি প্রবাসী নবাব আলী তার নিজস্ব তহবিল থেকে এ অনুদান প্রদান করেন। এসময় মসজিদ কমিটির সভাপতি মহাসিন মোড়ল, সেক্রেটারি রবিউল ইসলাম, ইমাম মাওঃ আব্দুল মান্নান, মুয়াজ্জিন আব্দুল শাহাদাতসহ মুসলিদের উপস্থিতে প্রবাসীর পক্ষে নগত অর্থ তুলে দেন তার জামাই আব্দুল রাজ্জাক, জুলফিকার আলি ভুট্টু ও ছোট ভাই তোতা মিয়া। জানাগেছে, প্রবাসী নবাব আলী এর আগেও ইউনিয়নের বিভিন্ন মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠানে সহযোগিতা করেছেন।