কয়রা (খুলনা) প্রতিনিধি \ কয়রা উপজেলায় এই প্রথম বাংলাদেশ স্কাউটের সর্বোচ্চ সম্মানসূচক জাতীয় শাপলা কাব অ্যাওয়ার্ড পাওয়ার গৌরব অর্জন করেছে খুলনা জেলার কয়রা উপজেলার মেয়ে তনিমা তাবাসসুম সোহানী। ২০২৩ সালে উপজেলার মহারাজপুর ইউনিয়নের শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কাউট দল থেকে সে উপজেলা, জেলা, আঞ্চলিক ও জাতীয় পর্যায়ের বিভিন্ন নৈতিক শিক্ষার পরিক্ষায় কৃতিত্বের সাথে অংশ নিয়ে এ সাফল্য অর্জন করে। গত ৯ মার্চ ২০২৫ ইং প্রকাশিত জাতীয় পর্যায়ের সর্বোচ্চ এ পুরস্কার ঘোষণা করা হয়। তনিমা তাবাসসুম বর্তমানে উপজেলার সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেনীর ছাত্রী। তাঁর বাবা মফিজুল ইসলাম শিক্ষক। মা রোকসানা খানম স্কুল শিক্ষক। দুই বোনের মধ্যে সোহানী ছোট। নিয়মিত অনুশীলন ও সংশ্লিষ্ঠদের সহযোগিতায় এ সাফল্য এসছে বলে মনে করেন তার বাবা—মা। শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ মনিরুন্নেছা জানান, কয়রা উপজেলায় স্বাধীনতা পরবর্তী এই প্রথম স্কাউটের সর্বোচ্চ পদক তনিমা তাবাসসুম সোহানী এ পুরস্কার অর্জন করে। সোহানী তার প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিল। তিনি বলেন কাব স্কাউট নৈতিক শিক্ষা দেয়। সে এই নৈতিক শিক্ষা পরিপূর্ণভাবে অর্জন করেছে। আমি তার সার্বিক মঙ্গল কামনা করি। ইতোপূর্বে সোহানী ছবি আঁকা, কুইজ ও নৃত্য প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছে। সে বড় হয়ে ডাক্তার হতে চায়