বুধবার, ১৪ মে ২০২৫, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুন্দরবনে বিএসএফের রেখে যাওয়া ৭৫ জনকে পরিবারের কাছে হস্তান্তর দেবহাটা বিএনপির সদস্য নবায়ন উদ্বোধনী আয়োজনে জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ বিষ্ণুপুর ইউনিয়ন যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত কলারোয়ায যুবদল নেতার ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ মুন্সীগঞ্জে তাপদাহে পানি ও খাবার স্যালাইন বিতরণ শ্রীউলায় ইউনিয়ন পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত তারুণ্যের সমাবেশ সফল করতে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা ভাড়াশিমলায় ২৫০ প্রান্তিক কৃষানের মধ্যে সবজির বীজ বিতরণ খুলনার সাবেক মহিলা কাউন্সিলর গ্রেফতার বসন্তপুর ফকিরপাড়া জামে মসজিদে বার্ষিক ওয়াজ মাহফিল

স্কোয়াডে পরিবর্তন আনল পাকিস্তান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২

এফএনএস স্পোর্টস: সিরিজ শুরুর দুই দিন আগে স্কোয়াডে পরিবর্তন আনল পাকিস্তান। নিউ জিল্যান্ডের বিপক্ষে দুটি টেস্টের জন্য বোলিং বিভাগের শক্তি বাড়াল তারা। দুই পেসার শাহনাওয়াজ দাহানি ও মির হামজা এবং অফ স্পিনার সাজিদ খানকে দলে যোগ করল স্বাগতিকরা। গত বৃহস্পতিবার মোহাম্মদ ওয়াসিমের নেতৃত্বাধীন সাবেক নির্বাচক কমিটি নিউ জিল্যান্ড সিরিজের জন্য ১৬ জনের দল ঘোষণা করে। রমিজ রাজার জায়গায় বোর্ড চেয়ারম্যান হওয়া নাজাম শেঠি শনিবার শাহিদ আফ্রিদিকে নতুন প্রধান নির্বাচক ঘোষণা করেন। ওইদিন পরে দলে আরও ৩ জনকে যোগ করার কথা জানান আফ্রিদি। “স্কোয়াড নিয়ে আমরা ভালো আলোচনা করেছি। সম্মত হয়েছি যে, ম্যাচে ২০ উইকেট নেওয়ার সর্বোচ্চ সুযোগ তৈরি করতে আমাদের বোলিং বিভাগকে শক্তিশালী করতে হবে।” “আমি নিশ্চিত, বোলিং বিভাগে বাড়তি তিনজন যোগ করা বাবর আজমকে প্রথম টেস্টের জন্য সেরা দল সাজাতে আরও বিকল্প ভাবার সুযোগ করে দেবে।” দলে ডাক পাওয়া সাজিদ পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত ৭টি টেস্ট খেলেছেন। ৩৭.৮১ গড়ে নিয়েছেন ২২ উইকেট। গত মার্চে লাহোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ টেস্ট খেলেন তিনি। ওই সিরিজে তেমন কিছুই করতে পারেননি এই স্পিনার। তিন ম্যাচে উইকেট নেন ¯্রফে চারটি। পরে বাদ পড়েন ইংল্যান্ড সিরিজ থেকে। তবে পাকিস্তানের প্রথম শ্রেণির প্রতিযোগিতা কায়েদ-ই-আজম ট্রফিতে ২০২২-২৩ মৌসুমে ভালো করেন সাজিদ। খাইবার পাখতুনখাওয়ার হয়ে সাত ম্যাচে ২১ উইকেট নেন তিনি ৩৪.০৪ গড়ে। ৪ বছর পর টেস্ট খেলার সুযোগ হামজার সামনে। ক্যারিয়ারে একমাত্র টেস্ট খেলেছিলেন তিনি ২০১৮ সালে, অস্ট্রেলিয়ার বিপক্ষে। ঘরোয়া ক্রিকেটে ভালো করে আবারও নির্বাচকদের নজরে এলেন তিনি। কায়েদ-ই-আজম ট্রফিতে সিন্ধের হয়ে চার ম্যাচ খেলে ২৪ গড়ে ১৬ উইকেট নেন বাঁহাতি এই পেসার। আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ এরইমধ্যে পেয়েছেন দাহানি। পাকিস্তানের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলা এই পেসার এখন সাদা পোশাকে দেশের প্রতিনিধিত্ব করার অপেক্ষায়। এখন পর্যন্ত ১২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে তার শিকার ৩২ উইকেট, গড় ৩৯.৭৫। করাচিতে সোমবার শুরু নিউ জিল্যান্ড-পাকিস্তানের প্রথম টেস্ট। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ম্যাচ মুলতানে হওয়ার কথা থাকলেও সেখানকার বিরূপ আবহাওয়ার কারণে ভেন্যু পরিবর্তন করা হয়েছে। আগামী ২ জানুয়ারি করাচিতেই শুরু হবে ম্যাচটি। এরপর দুই দল আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের তিনটি ওয়ানডে খেলবে। আগামী ৯, ১১, ১৩ জানুয়ারি করাচিতে মাঠে গড়াবে ম্যাচগুলো। পাকিস্তান টেস্ট দল: বাবর আজম (অধিনায়ক), আবদুল­াহ শফিক, আবরার আহমেদ, হাসান আলি, ইমাম-উল-হক, কামরান গুলাম, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, নুমান আলি, সরফরাজ আহমেদ, সালমান আলি আঘা, সাউদ শাকিল, শান মাসুদ, জাহিদ মেহমুদ, শাহনাওয়াজ দাহানি, সাজিদ খান, মির হামজা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com