রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৫:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

স্টারলিংক এলে বন্ধ হবে ইন্টারনেট শাটডাউনের ধান্দা: প্রেস সচিব

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫

এফএনএস: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিউল আলম বলেছেন, বাংলাদেশে স্টারলিংক চালু হলে ভবিষ্যতের কোনো সরকার ইন্টারনেট পুরোপুরি ‘শাটডাউন’ করতে পারবে না। গতকাল মঙ্গলবার তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা বলেন। শফিউল আলম লিখেছেন, বাংলাদেশে ইলন মাস্কের স্টারলিংক—কে আমন্ত্রণ জানানো এবং চালু করার মূল কারণ অনলাইন শাটডাউনের ধান্দা চিরতরে বন্ধ করা। তিনি বলেন, শেখ হাসিনা তার ১৬ বছরের একনায়কতান্ত্রিক শাসন আমলে বেশ কয়েকবার ইন্টারনেট বন্ধ করেছিল। বড় ধরনের বিরোধী আন্দোলন ও বিক্ষোভ দমন করার জন্য ইন্টারনেট শাটডাউন স্বৈরশাসকদের প্রিয় অস্ত্র। এই প্রক্রিয়ায় হাজার হাজার ফ্রিল্যান্সার ক্ষতিগ্রস্ত হয়েছিল। অনেক ফ্রিল্যান্সারের চুক্তি বাতিল হয়েছিল, আবার অনেকে চিরতরে চাকরি হারান। বাংলাদেশের বাজারে স্টারলিংক আসার মানে হলো ভবিষ্যতের কোনো সরকার পুরোপুরি ইন্টারনেট শাটডাউন করতে পারবে না। অন্তত বিপিও (আউটসোর্সিং) প্রতিষ্ঠান, কলসেন্টার এবং ফ্রিল্যান্সাররা ইন্টারনেট বন্ধের প্রচেষ্টায় ক্ষতিগ্রস্ত হবে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com