গতকাল অ্যাডিলেডে দিবারাত্রির টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও ভারত। ১৮০ রানে অলআউট হয়েছে ভারত। স্টার্ক শিকার করেছেন ছয়টি উইকেট। জবাবে এক উইকেটে ৮৬ রান নিয়ে দিন শেষ করেছে অস্ট্রেলিয়া। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। ম্যাচের প্রথম বলেই আউট হন যশস্বী জাইসওয়াল। এলবিডব্লিউ হয়ে গোল্ডেন ডাকের তিক্ত স্বাদ পান তিনি। তবে দ্বিতীয় উইকেটে ৬৯ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামাল দেন লোকেশ রাহুল ও শুবমান গিল। রাহুলকে শিকার করে এই জুটিও ভাঙেন স্টার্ক। ৩৭ রান করে আউট হন রাহুল। তিনি খেলেন ৬৪টি বল। পরের ওভারেই বিরাট কোহলিকেও আউট করেন স্টার্ক। ৮ বলে ৭ রান করে স্টার্কের বলে স্টিভ স্মিথের তালুবন্দী হন কোহলি। তারপর জোড়া উইকেট শিকার করেন স্কট বোল্যান্ড। শুবমান গিল ও রোহিত শর্মাকে শিকার করেন তিনি। শুবমান করেন ৫১ বলে ৩১ রান। অধিনায়ক রোহিত শর্মা ওপেনিং পজিশন ছেড়ে দিয়ে নামেন ছয়ে। কিন্তু সফলতার দেখা পাননি। ২৩ বলে ৩ রান করে বোল্যান্ডের বলে এলবিডব্লিউ হন। স্টার্ক ও বোল্যান্ডের বোলিং তোপে ৮৭ রানেই পাঁচ উইকেট হারিয়ে ফেলে ভারত। তারপর ২২ রানের জুটি গড়েন রিশাভ পান্ট ও নিতিশ কুমার রেড্ডি। রিশাভকে আউট করেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। ৩৫ বলে ২১ রান করে রিশাভ। তারপর ভারতকে এগিয়ে যান নিতিশ রেড্ডি। সঙ্গ দেন রবিচন্দ্রন অশ্বিন। ২২ বলে ২২ রানের ইনিংস খেলেন অশ্বিন। তাকে শিকার করেন স্টার্ক। এরপর হার্শিত রানা ও জাসপ্রীত বুমরাহ দুইজনই ০ রানে আউট হন। শেষ ব্যাটার হিসেবে নিতিশ আউট হন ৪২ রান করে। ৫৪ বলের ইনিংসে তিনটি করে চার ও ছক্কা হাঁকান তিনি। ভারতের ইনিংস শেষ হয় ১৮০ রানে। অস্ট্রেলিয়ার পক্ষে ফাইফার পান মিচেল স্টার্ক। ছয়টি উইকেট শিকার করেন তিনি, খরচ করেন ৪৮ রান। বোল্যান্ড ও কামিন্স দুইটি করে উইকেট নেন। জবাব দিতে নেমে ২৪ রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া। উসমান খাজাকে শিকার করেন বুমরাহ। ৩৫ বলে ১৩ রান করে মাঠ ছাড়েন খাজা। দ্বিতীয় উইকেটে ৬২ রানের জুটিতে অবিচ্ছিন্ন আছেন নাথান ম্যাকসুইনি ও মারনাস লাবুশেন। ৯৭ বলে ৩৮ রান করেছেন ম্যাকসুইনি। তার ব্যাট থেকে এসেছে ছয়টি চার। লাবুশেন করেছেন ২০ রান। তিনি মোকাবেলা করেছেন ৬৭টি বল। তিনটি চার এসেছে তার ব্যাট থেকে। দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ এক উইকেটে ৮৬ রান। স্বাগতিকরা এখনো পিছিয়ে আছে ৯৪ রানে।