স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরায় স্টার কিডস্ ক্যাডেট কলেজ এবং এম সিএসকে ২০২৫ ভর্তি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার বিকাল ৫ টায শহরের স্টার কিডস্ শিক্ষা মিলনায়তনে স্টার কিডস্ এর পরিচালক এটি এম আবু হাসানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিশু বিশেষজ্ঞ ডাঃ এস এম জাকির হোসেন, ভোমরা সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুসা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন নওবেকী গণমুখী ফাউন্ডেশনের নলতা শাখা ব্যবস্থাপক শরিফুল ইসলাম, শ্যামনগর টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ হাফিজুল আল মাহমুদ রিটু, ব্যবসায়ী এনামুল হক, শামীম আরা পারভিন প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে স্টার কিডসে্ কোচিংয়ে ১০ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এরপর ইফতার মাহফিলে কৃতি শিক্ষার্থীসহ সকলের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।