দৃষ্টিপাত ডেস্ক ॥ ইসরাইলি বাহিনীর সদস্যরা গতকাল ও গাজার বিভিন্ন এলাকাতে বিমান হামলা পরিচালনা করে নির্বিচারে সাদারন ফিলিস্তিনিদের হত্যা করেছে। হামাস যোদ্ধাদের নির্মূল ও নিয়ন্ত্রনের দোহাই দিয়ে দৃশ্যত: দখলদার বাহনী পুরোড়াহা উপত্যকায় বিরামহীন ভাবে বিমান হামলা পরিচালনা করছে। তাদের লক্ষ এবং উদ্দেশ্য ফিলিস্তিনিদেরকে হত্যা করা যেন আগামী দিনের প্রজন্ম অর্থাৎ ফিলিস্তিনি নামক জাতিস্বত্ত্বার অস্তিত্ব না থাকে অথচ বাস্তবতা হলো দখলদার বাহিনী গত নয় মাসে হামাস এর শক্তি এবং সমর্থকে আঘাত করতে পারেনি। তারা বক্তব্য এবং বিবৃতির মাধ্যমে প্রচার চালিয়ে যাচ্ছে যে হামাস সদস্যদেরকে হত্যা করা হয়েছে এবং তাদের সামরিক শক্তিকে নিশ্চিহৃ করা হয়েছে কিন্তু বাস্তবতা হলো হামাস সদস্যদেরকে কোন ভাবেই ধ্বংস করতে পারেনি দখলদার ইসরাইলি বাহিনী। দখলদার ইসরাইল এর সদস্যরা প্রতিনিয়ত এবং প্রতিমুহুর্তে হামাস যোদ্ধাদের হাতে নিহত হচ্ছে এবং হত্যা কান্ডের শিকার হচ্ছে। গতকালও দখলদার বাহিনীর সদস্যরা রাফা শহরের বিভিন্ন এলাকাতে ব্যাপক ভিত্তিক হামলা চালিয়েছে ইসরাইলি দখলদার বাহিনীর বিরুদ্ধে, হামাস যোদ্ধাদের হামলা এতটুকু শক্তিশালী যে দখলদার ইসরাইলি সেনারা কোন অবস্থাতেই তাদের হামলা প্রতিহত করতে পারছে না। দখলদার বাহিনীর প্রতিরক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যে জানান দিয়েছে যে, হামাস যোদ্ধাদের দশ হাজারের অধিক সদস্যকে হত্যা করা হয়েছে কিন্তু চোট একটি এলাকাতে দশ হাজার সদস্যকে যদি হত্যা করা তাহলে তো দখলদার ইসরাইলি বাহিনী কোন ধরনের প্রতিরোধের সম্মুখিন হতো না। প্রতিদিনই তারা প্রতিরোধ হামলার সম্মুখিন হচ্ছে। এদিকে হামাস ও ইসরাইলের মধ্যকার যুদ্ধ বিরতি প্রস্তাব নিয়ে আলোচনা চলছেই। কাতার ও মিশরের মধ্যস্থতায় চলমান উক্ত যুদ্ধ বিরতি আলোচনায় হামাসের পক্ষ হতে স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে স্থায়ী যুদ্ধ বিরতি ব্যতিত কোন অবস্থাতেই হামাস চুক্তি করবে না। হামাস প্রধান ইসমাইল হানিয়া কাতারকে স্পষ্ট ভাবেই জানিয়ে দিয়েছে যে যুদ্ধ বিরতির অর্থ হামলা নয়, হামাস অবশ্যই যুদ্ধ বিরতির পক্ষে আর সেই যুদ্ধ বিরতি হতে হবে স্থায়ী। ইসরাইল যুদ্ধ বিরতি চাইচে সাময়িক সময়ের জন্য। এক বা তিন অথবা চার সপ্তাহের যুদ্ধ বিরতি দিয়ে তারা তাদের বন্দীদেরকে মুক্ত করতে চাইছে কিন্তু হামাসের জন্য তথা ফিলিস্তিনিদের জন্য তা হবে আত্মমঘাতি কারন ইসরাইলের লক্ষ এবং উদ্দেশ্য তাদের বন্দীদেরকে মুক্ত করা, এদিকে হামাস ইসরাইল যেমন আলোচনা চলছে যুদ্ধ বিরতি নিয়ে অনুরুপ আলোচনা সুত্রপাত ঘটাতে চাইছে ইসরাইল হিবুল−াহর সাথে। ইসরাইল হিজবুল−াহ বারবার হামলা ও পাল্টা হামলার ঘটনা কোন অবস্থাতেই ইসরাইলকে নিরাপত্তা দিচ্ছে না যে কারনে ইসরাইলের আগ্রহ সর্বাধিক হিজবুল−াহর সাথে সমঝোতা এদিকে উত্তর গাজার ধ্বংস স্তুপের নিচে দখলদার বাহিনীর হামলায় নিহত ফিলিস্তিনিদের মৃতদেহ পড়ে থাকেত দেখা যাচ্ছে, এদিকে কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরা জানিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী বেসামরিক লোকজনকে হত্যা করায় মার্কিন যুক্তরাষ্ট্র ইসরাইলকে অস্ত্র সরবরাহ না করার যে সিদ্ধান্ত গ্রহন করে সেই অবস্থান হতে ফিরছে মার্কিন যুক্তরাষ্ট্র, ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাথে সম্পর্ক কাছাকাছি চলে এসেছে যে কারনে ইসরাইলের কথা মত মার্কিন যুক্তরাষ্ট্র ফিলিস্তিনিদেরকে ত্রান সরবরাহ বন্ধ করে দিয়েছে। আল জাজিরা জানাচ্ছে যুদ্ধ বিরতি ও চুক্তি ক্ষেত্রে হামাস কাতারকে স্পষ্ট ভাবেই জানিয়েছে।