শুক্রবার, ১০ মে ২০২৪, ০৮:২৯ অপরাহ্ন

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের স্মারকলিপি প্রদান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২

কালিগঞ্জ প্রতিনিধিঃ কালিগঞ্জে ৮ দফা দাবিতে রেজিস্ট্রেশন প্রাপ্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের উদ্যোগে স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল দুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলামের কাছে এই স্মারক লিপি প্রদান করেন মাদ্রাসার শিক্ষকবৃন্দ। দাবি গুলো হলো প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা গুলো জাতীয়করণ, নীতিমালা ২০১৮ বাস্তবায়ন, ডাটাবেজ চূড়ান্তকরণ, মাদ্রাসার পাঠদানের অনুমতির স্থগিত আদেশ প্রত্যাহার, রেজিস্ট্রেশন প্রাপ্ত কোর্ড বিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা গুলো বোর্ডের কোর্ডে অন্তর্ভুক্তকরণ, শিক্ষার্থীদের উপবৃত্তির ব্যবস্থা, মাদ্রাসায় একজন অফিস সহায়কের পদ সৃষ্টি সহ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষার অটোপাসের প্রজ্ঞাপন জারি করণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক ঐক্যজোট উপজেলা সভাপতি মাওলানা আব্দুল খালেক, সহ-সভাপতি মাওলানা আশরাফুল ইসলাম আজিজী, সাধারণ সম্পাদক জিএম, নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলী, সহ সম্পাদক মাওঃ আব্দুর রহমান, অর্থ সম্পাদক শহিদুল ইসলাম, সদস্য সাইফুল ইসলাম, নাজমুল আহমেদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com