মাছুদুর জামান সুমন \ স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে সাতক্ষীরায় কেক কাটা হয়েছে। সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে গতকাল দুপুরে পুলিশ লাইন্স ড্রিলসেটে পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বিপিএম বারের সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, পুলিশ সুপার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার মোঃ বেলায়েত হোসেন, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আমান উলাহ আল হাদী, কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, দৈনিক দৃষ্টিপাত সম্পাদক ও জেলা নাগরিক অধিকার উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি জিএম নুর ইসলাম, অতিঃ পুলিশ সুপার প্রশাসন সাজিব খান, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপি, সাঃ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, এম কামরুজ্জামান, এম জিলুর রহমান, মোজাফফর রহমান, কামরুল হাসান, অতিঃ পুলিশ সুপার সুপার ক্রাইম এন্ড অপস কনক কুমার দাস, অতিঃ পুলিশ সুপার সদর সার্কেল মীর আসাদুজ্জামান, অতিঃ পুলিশ সুপার কালিগঞ্জ সার্কেল মোঃ আমিনুর রহমান, সহকারী পুলিশ সুপার দেবহাটা জামিল আহমেদ, সহকারী পুলিশ সুপার তালা সার্কেল মোঃ আসাদুজ্জামান, ডিআইওঅন জাহিদ বিন আলম, সদর থানার ওসি এসএম কাইয়ুম, ডিবির ওসি মোঃ বাবুল আক্তার, টিআই শ্যামল কুমার। সভাপতির সমাপনী বক্তব্যে পুলিশ সুপার বলেন, পদ্মা সেতু বাঙালি জাতির সবচেয়ে বড় সাফল্য। এ সেতু দেশের নিজস্ব অর্থায়নে সম্পন্ন হয়েছে। পদ্মা সেতুর মাধ্যমে দেশের যোগাযোগ ব্যবস্থা ও অর্থনীতিতে আমূল পরিবর্তন হবে। পদ্মা সেতু হওয়ায় দক্ষিণাঞ্চল তথা সাতক্ষীরাবাসীর ভাগ্যের পরিবর্তন ঘটবে। তিনি জেলা পুলিশের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। এরপূর্বে পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম বার অতিথিদের সাথে নিয়ে কেক কেটে ও ফেস্টুন উড়িয়ে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফলতা কামনা করেন। এসময় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক ও জেলা পুলিশের সকল ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন।