স্টাফ রিপোর্টার ঃ স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আ’লীগ নেতা কর্মী সহ সাধারন মানুষের মাঝে ব্যাপক আনন্দ উৎসব বিরাজ করছে। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য নেতা কর্মী সহ সকল শ্রেণী পেশার মানুষের মাঝে জনস্রোত সৃষ্টি হয়েছে। জাকজমকপূর্ণ অনুষ্ঠান উপভোগ করার জন্য সাতক্ষীরা থেকে কয়েক হাজার মানুষ পদ্মার অভিমুখে। বাস,ট্রাক, মাইক্রোবাস, সহ বিভিন্ন পরিবহনে জেলা থেকে স্রোতের ন্যায় উৎসবমুখর পরিবেশে কয়েক শত গাড়ি নেতাকর্মী ও উৎসুক জনতা নিয়ে পদ্মার পাশ্ববর্তী স্থানে অবস্থান করছেন। সাতক্ষীরা জেলা সহ সকল উপজেলা থেকে এমনিভাবে নেতা কর্মির ঢল নেমেছে। সকলের মনে আশা স্বপ্নের পদ্মা সেতু বাস্তবে দেখা। পদ্মার পাড়ে মানুষের আনন্দের বিস্তৃতি বিরাজমান। এক কথায় স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠান দেখার জন্য পদ্মার পাড়ে সাতক্ষীরায় মানুষের ঢল নেমেছে।