শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৭ অপরাহ্ন

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এর সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন সংসদ সদস্য আতাউল হক দোলন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪

এস এম জাকির হোসেন শ্যামনগর থেকেঃ গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এর সাথে সৌজন্য সাক্ষাৎ করা হয়েছে। গতকাল ১৪ জানুয়ারি রবিবার রাত ৯ টায় স্বরাষ্ট্রমন্ত্রী’র ঢাকা মনিপুরীপাড়াস্থ নিজস্ব বাসভবনে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সফল স্বরাষ্ট্রমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খাঁন কামাল এমপি এর সাথে ফুলের শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেন সাতক্ষীরা-০৪ আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন। এসময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, এলাকার আইন-শৃঙ্খলা, মাদক, সন্ত্রাস সহ বিভিন্ন অপকর্ম রুখতে পুলিশ প্রশাসন সহ সকল বাহিনী সচেষ্ট আছে। সাতক্ষীরা ৪ আসনে যেন শান্তি-শৃঙ্খলা বজায় থাকে সেদিকে খেয়াল রাখবেন, পুলিশ প্রশাসন সহ সকল বাহিনীকে আইন শৃঙ্খলা রক্ষার্থে সহযোগিতা করবেন। আপনাদের কর্মতৎপরতাই বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাবে। আপনার বাবা বর্ষিয়ান রাজনীতিবিদ আলহাজ্ব একে ফজলুল হক ওই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। আপনি আপনার বাবার সুনাম অক্ষুন্ন রেখে এলাকার উন্নয়ন ত্বরান্বিত করবেন। আপনি যে জনপ্রিয়তা অর্জন করেছেন সেটা বজায় রাখবেন এবং দেশ সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন। এসময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা আ’লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এস এম তানভীর মঈন রনজু প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com