পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৫ শুধু মাঠের পারফরম্যান্সেই নয়, খেলোয়াড়দের জন্য ব্যতিক্রম সব উপহারে আলোচনায় এসেছে। করাচি কিংস যখন জেমস ভিন্সকে হেয়ার ড্রায়ার আর হাসান আলিকে ট্রিমার উপহার দিয়ে চমক সৃষ্টি করেছিল, তখন লাহোর কালান্দার্স সেই চমককে ছাড়িয়ে গেছে এক অনন্য উপহারে। পিএসএলের দল লাহোর কালান্দার্স তাদের খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের উপহার দিয়েছে নানা কিছু। তবে দলের অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি যা পেয়েছেন, তা দেখে চমকে গেছেন তার সতীর্থরাও। শাহীনকে উপহার হিসেবে দেওয়া হয়েছে ২৪ ক্যারেট স্বর্ণে মোড়ানো আইফোন ১৬ প্রো। অধিনায়ক হিসেবে শাহীন আফ্রিদি দায়িত্বের প্রমাণ দিচ্ছেন। যদিও চোট থেকে ফিরে আসার পর তার বোলিংয়ে আগের ধার কিছুটা কমেছে, তবে পারফরম্যান্স ও দলের অভ্যন্তরীণ পরিবেশ উজ্জ্বল। আর এমন সোনায় মোড়ানো উপহার তার প্রতি ফ্র্যাঞ্চাইজির আস্থারই নিদর্শন। এই অভিজাত উপহার হাতে পেয়ে বিস্মিত শাহীন বললেন, ‘এইটা তো অনেক বড় উপহার!’ পাশে থাকা সতীর্থদের চোখে-মুখে তখন মুগ্ধতা ও ঈর্ষার মিশ্র অনুভ‚তি। মজার ছলে হারিস রউফ তখন বলে ওঠেন, ‘না ভাই, এইটা তো একদমই ঠিক হয়নি!’ সামাজিক মাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়তেই ভাইরাল হয় মুহূর্তটি। উপহারের দিক থেকে যেমন চমক এসেছে, মাঠের পারফরম্যান্সেও শক্তিশালী লাহোর। তিন ম্যাচে দুই জয় ও এক হারে চার পয়েন্ট নিয়ে তারা টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। শীর্ষে রয়েছে ইসলামাবাদ ইউনাইটেড, চার ম্যাচে অপরাজিত থেকে আট পয়েন্ট নিয়ে। করাচি কিংস রয়েছে তৃতীয় স্থানে, চার ম্যাচে দুই জয় ও দুই হারে তাদের সংগ্রহও চার পয়েন্ট।