মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৫:৩৬ পূর্বাহ্ন

স্বাধীনতা দিবসে টি-টেন ম্যাচ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৬ মার্চ, ২০২৩

এফএনএস স্পোর্টস: জাতীয় দিবসগুলোতে সাবেক ক্রিকেটারদের প্রদর্শনী ম্যাচ হয়ে আসছে নিয়মিতই। সেই ধারাবাহিকতায় এবার স্বাধীনতা দিবসেও মুখোমুখি হচ্ছে সাবেকদের নিয়ে গড়া বাংলাদেশ লাল ও সবুজ দল। এবারের স্বাধীনতা দিবসে রোববার দুপুর আড়াইটায় শুরু হবে ১০ ওভারের এই ম্যাচ। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে হবে ম্যাচটি। সাধারণত বিভিন্ন যুগের সাবেক ক্রিকেটারদের পুনর্মিলনীর মঞ্চ হয়ে ওঠে এই ম্যাচগুলি। এবারও দুই দলে রাখা হয়েছে ৩০ জন সাবেক ক্রিকেটারকে। বাংলাদেশ লাল দল: মেহরাব হোসেন, জাভেদ ওমর বেলিম, তুষার ইমরান, হাবিবুল বাশার, নিয়ামুর রশিদ, সানোয়ার হোসেন, মোহাম্মদ সেলিম, মোর্শেদ আলি খান, হাসানুজ্জামান ঝড়ু, এহসানুল হক, তালহা জুবায়ের, শফিউদ্দিন আহমেদ বাবু, আবদুর রাজ্জাক, দিপু রায় চৌধুরি, মোহাম্মদ আলি। বাংলাদেশ সবুজ দল: হান্নান সরকার, শাহরিয়ার নাফীস, আতহার আলি খান, মিনহাজুল আবেদীন, আকরাম খান, আনোয়ার হোসেন, খালেদ মাহমুদ, মোহাম্মদ রফিক, রাজিন সালেহ, নাজমুল হোসেন, মিজানুর রহমান, ফাহিম মুন্তাসির, হাসিবুল হোসেন, রবিউল ইসলাম, এএসএম রকিবুল হাসান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com