স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় স্বাধীনতা শিক্ষক পরিষদের উদ্যোগে শিক্ষক দিবস পালিত হয়েছে। গতকাল সন্ধ্যায় শহরের নারকেলতলা মোড় সংলগ্ন স্বাধীনতা শিক্ষক পরিষদের কার্যালয়ে সংগঠনের জেলা সভাপতি প্রভাষক এম সুশান্তের সভাপতিত্বে অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সাধারন সম্পাদক হাবিবুর রহমান, সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ জহিরুল ইসলাম, পার্থ সারথি সেন, সদর উপজেলা সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক আবু সাঈদ, সুপার আব্দুলাহ, অধ্যাপক ইদ্রিস আলী, খন্দকার আনিছুর রহমান সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সদর সাধারন সম্পাদক গাজী শাহাজান সিরাজ।