সাতক্ষীরার জেলা তথ্য অফিসের আয়োজনে গতকাল বিকালে দেবহাটা উপজেলার পারুলিয়া আহছানিয়া দাখিল মাদ্রাসা মাঠে “গ্রামীন জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ শীর্ষক প্রকল্পের মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন গণযোগাযোগ অধিদপ্তর, ঢাকা মহা পরিচালকর মো: জসিম উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, পরিচালক (প্রোগ্রাম এন্ড নিউজ) বাংলাদেশ সংসদ সচিবালয়, ঢাকা নুরুল হুদা, দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, নাসরিন জাহান। জেলা তথ্য অফিসার মোঃ মোজাম্মেল হকের, সভাপতিত্বে ও জেলা তথ্য অফিসের ঘোষক মোঃ মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারি তথ্য অফিসার মোঃ রমজান আলী, সহকারি তথ্য অফিসার (সদর দপ্তর) মোঃ হুমায়ন কবির, (পিএ টটু ডিজি) মোঃ আরিফ, ঢাকা, পারুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, ইউপি সদস্যবৃন্দ প্রমুখ। মহিলা সমাবেশ অনুষ্ঠানে প্রায় আড়াইশতাধিক নারী-পুরুষ অংশ নেন।-প্রেস বিজ্ঞপ্তি