নগরঘাটা প্রতিনিধি ঃ নগরঘাটায় স্বামীকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় স্ত্রী রেহেনা বেগম ও পরকীয়া প্রেমিক রাব্বির ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। গতকাল সকাল ১০ টায় ত্রিশমাইল মোড়ে সর্বস্থরের শতশত নারী পুরুষের উপস্থিতে মানববন্ধনে বক্তরা বলেন এই চাঞ্চল্যকর হত্যা কান্ডের সাথে প্রকাশ্য কিংবা অপ্রকাশ্য যারা জড়িত থাকুক তাদের সকলকে গ্রেফতারপূর্বক অনতিবিলম্বে ফাঁসীর দাবী জানান। উলেখ্য গত ১ লা মার্চ নগরঘাটা মটবাড়ী গ্রামের মুহাম্মদ আলী মোড়লের পুত্র মোঃ গোলাম মোড়ল ( ৪০) কে স্ত্রী রেহেনা বেগম কর্তৃক স্বামীকে শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় স্ত্রী রেহেনা বেগম ও প্রেমিক রাব্বিকে পুলিশ গ্রেফতার করলেও অন্যরা রয়েছে ধরা ছোঁয়ার বাহিরে।