এফএনএস: স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব এসএম রাহাত হাসনাত জানান, এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে গত শনিবার রাত সোয়া ১টায় ঢাকা ত্যাগ করেন রাষ্ট্রপ্রধান। “রাষ্ট্রপতি দুবাই হয়ে লন্ডনে যাবেন। স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামী ১৩ মার্চ তার ঢাকায় ফেরার কথা রয়েছে।” মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রূদূত, মন্ত্রী পরিষদ সচিব, তিন বাহিনী প্রধান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, পররাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শকসহ উর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান। এই সফরে রাষ্ট্রপতির সঙ্গে তার স্ত্রী রেবেকা সুলতানা ও বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছেন।