স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় মহান বিজয় দিবস উপলক্ষে ৯ দলীয় সিভিল সার্জন কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের আয়োজনে গতকাল সকাল ৯টায় সাতক্ষীরা স্টেডিয়ামে সাতক্ষীরা সদর হাসপাতালের আরএমও ডা: শেখ ফয়সাল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা: শেখ সুফিয়ান রুস্তম। তিনি ফিতা কেটে ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করেন। সিভিল সার্জন ক্রিকেট টুর্নামেন্ট অংশ গ্রহন করে সাত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারী ও সাতক্ষীরা সদর হাসপাতাল এবং সিভিল সার্জন অফিসের কর্মকর্তা কর্মচারীদের সমন্বয়ে গঠিত টিম। ক্রিকেট টুর্নামেন্ট কে কেন্দ্র করে সকাল থেকে সাতক্ষীরা স্টেডিয়ামে স্বাস্থ্য বিভাগের উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ আসতে শুরু করে। অত্যান্ত প্রতিদ্বন্দিতা পূর্ণ খেলায় কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চ্যাম্পিয়ান ও আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রানার্স আপ হওয়ায় গৌরব অর্জন করেন। বিকাল বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন প্রধান অতিথি সিভিল সার্জন ডা: শেখ সুফিয়ান রুস্তম। এসময় তিনি বলেন, সকল মানুষের জন্য খেলাধুলা ও বিনোদনের প্রয়োজন রয়েছে। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা মানুষের সেবা প্রদানের লক্ষে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। শুধু তাই নয় স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের একে অপরের সাথে পরিচিত ও বিষয় রয়েছে সেটির প্রসার ঘটাতে এ টুর্নামেন্ট। সাতক্ষীরা সকল খেলায় এগিয়ে রয়েছে। জাতীয় বিভিন্ন খেলায় এখানের সন্তানেরা নেতৃত্ব দিচ্ছেন। আজখেলার মাধ্যমে দেখা গোল স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা ও মানুষের সেবার পাশাপাশি খেলা-ধুলায় নৈপুন্য ভূমিকা রাখতে পারে। সদর হাসপাতালের আরএম ও ডা: শেখ ফয়সাল আহমেদের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন পত্নী ডা: রেশমা পারভিন শম্পা, জেলা তথ্য অফিসার মো: জাহারুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা যথাক্রমে সদর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা: ফরহাদ জামিল, আশাশুনি ডা: মিজানুল হক, দেবহাটা ডা: শাখাওয়াত হোসেন, কালিগঞ্জ ডা: বুলবুল হোসেন, শ্যামনগর ডা: জিয়াউর রহমান, কলারোয়া ডা: মাহবুবুর রহমান, তালা রাজিব সরকার, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর হাসপাতালের চিকিৎসক ডা: হাফিজউল্লাহ, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা পুলক চক্রবর্তী, ডা: রাজিব কাওছার, ডা: সাইফুল আলম, ডা: পার্থ কুমার সহ জেলার স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। খেলায় ধারাভাষ্য দিলেন জেলা তথ্য অফিসের ঘোষক মো: মনিরুজ্জামান।