স্টাফ রিপোর্টার \ ড. মোহাম্মদ মহিউদ্দীন আব্দুলাহ ও সাতক্ষীরা মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সাবেক সিভিল সার্জন অধ্যাপক ডা: এস,জেড আতীক এর লেখা “স্বাস্থ্য ব্যবস্থার স্বরুপ সন্ধান” বইটি গতকাল দৃষ্টিপাত প্রকাশক ও সম্পাদক জিএম নূর ইসলামের হাতে তুলে দেন। দেশের স্বাস্থ্য ব্যবস্থার উপর লেখা বইটি গ্রহন পরবর্তি দৃষ্টিপাত সম্পাদক লেখক এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় তিনি বলেন সাতক্ষীরার মানুষের অতি আপন জন। সাতক্ষীরা মেডিকেল কলেজ কে এগিয়ে নিতে অধ্যাপক ডা: এস,জেড আতীকের পরিক্রম, অধ্যবসায়, একাগ্রতা, দুরদৃষ্টি আন্তরিকতা, দায়িত্ববোধ জেলাবাসী কৃতজ্ঞতার সাথে স্বীকার করে চলেছেন। চিকিৎসা সেবার পাশাপাশি সাহিত্য চর্চা লেখককে অনন্য উচ্চতায় নিয়েছেন। ডাঃ লেখক অধ্যাপক ডাঃ এস,জেড আতিক বলেন সাতক্ষীরা মানুষের সাথে আবার আত্মার সম্পর্ক, আমি অবসর জীবন যাপন করলেও প্রতিনিয়ত সাতক্ষীরা আমার অবস্থান, আমি বিশ্বাস করি সাতক্ষীরা আমার দ্বিতীয় জন্মভূমি, এই জেলার মানুষের ভালবাসায় তিনি মুক্ত আভিভুত, এবং ঋনী।