স্টাফ রিপোর্টার ঃ বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশ কর্তৃক গুলি করে ভোলায় স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম কে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে গতকাল বিকালে শহরের ওয়াপদা মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু, সাধারন সম্পাদক এইচ আর মুকুল, শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, কৃষক দলের আহবায়ক আহসানুল কাদির স্বপন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা এড. এবিএম সেলিম বক্তারা বলেন শান্তিপূর্ণ কর্মসূচীতে হামলা করে বিএনপির কর্মীকে হত্যা করা হয়েছে। সরকার বিএনপির আন্দোলনকে দমন করতে এ হত্যা করেছে। আব্দুর রহিম হত্যার বিচারের দাবি করেন। এর পূর্বে ইটাগাছা মোড় থেকে মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।