কাশিমাড়ী প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের সদ্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোঃ রাজাগুলা বাহারের আত্মার মাগফিরাত কামনায় স্মরণ সভা, দোয়া অনুষ্ঠান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার আছর নামাজ বাদ সদ্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও জয়নগর প্রি-ক্যাডেট স্কুলের এসএমসি কমিটির সভাপতি মোঃ রাজাগুলা বাহারের স্মরণ সভা, দোয়া অনুষ্ঠান ও ইফতার মাহফিল জয়নগর প্রি-ক্যাডেট স্কুলের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। অত্র স্কুলের পরিচালক মোঃ আব্দুল ওহাব এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন অত্র স্কুলের ম্যানেজিং কমিটির সহ সভাপতি অবসরপ্রাপ্ত সেনা কর্পোরাল এস এম গোলাম সারোয়ার, অন্যান্যদের আলোচনা করেন ডাঃ জিএম সাইফুল ইসলাম, হাফেজ মাওলানা কামরুজ্জামান, বিশিষ্ট সমাজসেবক মোঃ আব্দুস সাত্তার ঢালী, অত্র স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ। সবশেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মাওলানা কামরুজ্জামান।