স্টাফ রিপোর্টার ঃ স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে সাতক্ষীরা সদর উপজেলার ১০২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও প্রাথমিক শিক্ষা বিভাগীয় কর্মকর্তাদের সাথে মত বিনিময় করলেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। গতকাল শিল্পকরা একাডেমী মিলনায়তনে সদর উপজেলা শিক্ষা দপ্তরের আয়োজনে আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মরি মোস্তাক আহমেদ রবি এমপি বলেন প্রাথমিক শিক্ষাই মূল ভিত এবং আগামীর উন্নত, শিক্ষিত বাংলাদেশ বির্নিমানের মাধ্যম। বঙ্গবন্ধু জাতির পিতা প্রাথমিক শিক্ষাকে জাতীয় কারন করেছিলেন তার সুফল জাতি পাচ্ছে। আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে আমরা নিরলসভাবে কাজ করবো এই হোক আজকের শফত ও প্রতিজ্ঞা। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসেন ইয়াসমিন করিমী, নির্বাহী অফিসার ফাতেমাতুজ জোহরা, সভাপতিত্ব করেন সদর শিক্ষা অফিসার মোঃ আবদুল গনি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আক্তারুজ্জামান বেলাল, চায়না ব্যানার্জী, সানজিদা শাহনেওয়াজ, জাকির হোসেন, আঃ সবুর প্রমুখ।