রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৬:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্যামনগরে বিস্ফোরক মামলায় ছাত্রলীগ নেতা সাগর গ্রেপ্তার সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজের পিঠা উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণ শ্যামনগরে হাজী ব্রিকস ভাঙচুর, মালামাল লুটপাটে ১কোটি টাকার বেশি ক্ষতি আশাশুনি যুব দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বার্ষিক প্রীতিভোজ উপলক্ষে রাফেল ড্র আশাশুনি উপজেলা বিএনপির প্রস্তুতি সভা তালায় চুরির আতঙ্কে ব্যবসায়ী ও গ্রামঞ্চলের মানুষ বড়দলে হরতালের প্রতিবাদে প্রতিবাদ মিছিল কয়রায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব—১৭ ফাইনালে সদর ইউনিয়ন চ্যাম্পিয়ন কয়রায় সুধি সমাবেশে পুলিশ সুপার বনদস্যু, মাদক ও সন্ত্রাস মুক্ত উপজেলা গড়ার প্রত্যয়

স্মার্ট স্টুডেন্ট হলে, স্মার্ট সিটিজেন হতে পারবে- জেলা প্রশাসক হুমায়ুন কবির

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৯ জুলাই, ২০২৩

এম এম নুর আলম \ আশাশুনি সরকারি কলেজে বঙ্গবন্ধু কর্ণার ও মুক্তিযুদ্ধ কর্ণার এর নব আঙ্গিকে শুভ উদ্বোধন, উচ্চ মাধ্যমিক পরীক্ষা-২০২৩ শিক্ষার্থীদের বিদায়, বৃক্ষ রোপন, বার্ষিক বহি:ক্রীড়া ও অন্ত:ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১.৩০ টায় কলেজ ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজ কর্তৃপক্ষের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ুন কবির। প্রধান অতিথির ভাষণে জেলা প্রশাসক হুমায়ুন কবির শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, স্মার্ট স্টুডেন্ট হলে, স্মার্ট সিটিজেন হতে পারবে। ডিজিটাল বাংলাদেশ করা হয়েছে, এখন স্মার্ট বাংলাদেশ গড়তে হবে, আর সেটা সম্ভব তোমাদের মাধ্যমে। তিনি বলেন, পড়া লেখার পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকে ক্রীড়া, সংস্কৃতি চর্চা ও বহি:জ্ঞান থাকতে হবে। সুতরাং স্মার্ট বাংলাদেশ দেখতে হলে, ভোগ করতে হলে নিজেদের সকল ক্ষেত্রে স্মার্ট হতে হবে। প্রধান অতিথি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু আমাদেরকে দিয়েছেন অস্তিত্ব, স্বাধীনতা, সকীয়তা। সেজন্য তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী। তার দেখান পথ ধরে আমাদেরকে সামনে এগুতে হবে। তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালে আমাদের লক্ষ্য স্থির করে কার্যক্রম শুরু করেন। প্রধানমন্ত্রীর ভিষণ ২০২১ সালে পূর্ণ হয়েছে, তাই আমরা তথা দেশ আজ বিশ্ব দরবারে সম্মানের স্থান পেতে সক্ষম হয়েছে। এখন ২০৪১ সালের স্বপ্ন স্মার্ট বাংলাদেশ গড়তে লক্ষ্যমাত্রা নিয়ে দেশ এগিয়ে যাচ্ছে। আমাদের জীবনের লক্ষ্য নির্দ্ধারণ করে স্বপ্ন দেখতে হবে। এজন্য কেবল পুথিগত বিদ্যা নির্ভর হলে চলবে না। কো কারিকুলাম এ্যাকটিভিটিস থাকতে হবে যতটুকু স্বপ্ন দেখবে, ততটুকু বড় হতে পারবে। এসময় বিদায়ী পরীক্ষার্থীদেরকে তিনি শুভ কামনা জানান। কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর, সহকারী কমিশনার (ভূমি) দিপা রানী সরকার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোমিনুল ইসলাম। প্রভাষক শিরিন বাহার যুথি ও প্রভাষক জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান ও অনুষ্ঠানের আহবায়ক প্রভাষক হোসেন আলী বক্তব্য রাখেন। এর আগে প্রধান অতিথি কলেজ ক্যাম্পাসে প্রবেশ করলে চৌকস বিএনসিসি দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। এছাড়াও লাল ফিতা কেটে বঙ্গবন্ধু কর্ণার ও মুক্তিযুদ্ধ কর্ণার এর নব আঙ্গিকে শুভ উদ্বোধন, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং ক্যাম্পাসে মূল্যবান বৃক্ষ রোপন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। এরপর তিনি শিক্ষক পরিষদের মধ্যহ্নভোজে অংশ নেন। সবশেষে বিকেলে আশাশুনির মানিকখালীতে মুজিব বর্ষে গৃহহীন ও ভ‚মিহীনদের জন্য গৃহ নির্মান কাজ পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান প্রমুখ উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে স্থানীয় ভ‚মিহীন ও গৃহহীন মানুষ আশ্রয় কেন্দ্রে ইতিপূর্বে বসবাসকারী মানুষের সাথে কথা বলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com