শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৯:৪৯ অপরাহ্ন

স্মিথ-লাবুশেনকে হটিয়ে দুইয়ে হেড

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩

এফএনএস স্পোর্টস: ইংল্যান্ডের বিপক্ষে হেডিংলি টেস্টে দল হারলেও ব্যাট হাতে ভালো করেছেন ট্রাভিস হেড। যার প্রভাব পড়েছে র‌্যাঙ্কিংয়ে। সাদা পোশাকের সংস্করণে ব্যাটসম্যানদের তালিকায় ক্যারিয়ার সেরা দুই নম্বরে জায়গা করে নিয়েছেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটসম্যান। পুরুষ ক্রিকেটারদের র‌্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ বুধবার প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা আইসিসি। সতীর্থ স্টিভেন স্মিথ ও মার্নাস লাবুশেনকে টপকে গেছেন হেড। অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টে দুই ইনিংসে যথাক্রমে ৩৯ ও ৭৭ রান করেন হেড। এই পারফরম্যান্সে র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছেন তিনি। হেডের বর্তমান রেটিং পয়েন্ট ৮৭৪। শীর্ষে থাকা নিউ জিল্যান্ডের কেন উইলিয়ামসের চেয়ে ৯ পয়েন্ট পিছিয়ে তিনি। গত জুনে ভারতের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে বিস্ফোরক এক সেঞ্চুরি করে তিন নম্বরে ওঠেন হেড। যা তার আগের সেরা র‌্যাঙ্কিং। ইংল্যান্ডের বিপক্ষে ৩ উইকেটে হেরে যাওয়া টেস্টে তেমন কিছু করতে না পারা স্মিথ ও লাবুশেনের অবনতি হয়েছে। দুই ধাপ করে নিচে নেমে এখন আছেন তারা যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে। ইংলিশ তারকা ব্যাটসম্যান জো রুট এক ধাপ পিছিয়ে ছয় নম্বরে। এতে না খেলেই তিন ধাপ এগিয়ে এখন তিনে পাকিস্তান অধিনায়ক বাবর আজম। প্রায় চার বছর পর টেস্টে ফেরার ম্যাচটি দারুণ এক সেঞ্চুরিতে রাঙান মিচেল মার্শ। ১১৮ রানের ইনিংসের সুবাদে র‌্যাঙ্কিংয়ে ঢুকেছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার, আছেন ৮৯তম স্থানে। ওই হেডিংলি টেস্টে লক্ষ্য তাড়ায় ৭৫ রান করা ইংল্যান্ডের হ্যারি ব্রæক ক্যারিয়ার সেরা দ্বাদশ স্থানে উঠে এসেছেন। প্রথম ইনিংসে ৮০ রান করা ইংলিশ অধিনায়ক বেন স্টোকস ৫ ধাপ এগিয়ে এখন ১৮ নম্বরে। ৮ ধাপ এগিয়ে ৪৮তম স্থানে জ্যাক ক্রলি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com