স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা কালিগঞ্জ সড়কে জমে থাকা, পড়ে থাকা মাটি গতকালের বৃষ্টিপাতে কাঁদায় পরিনত হয়ে এক বিপদজনক সড়কে পরিনত হয়েছে। ইটভাটার মাটি বহন কালে, জমিভরাট, পুকুর ভরাট, সহ বিভিন্ন কারনে ট্রাক, ট্রলির সাহায্যে মাটি বহন করা কালিন সময় গুলোতে সড়কে মাটি পড়ে সেই মাটি বর্তমানে দুর্ঘটনা আর দুর্ভোগের কারনে পরিনত হয়েছে। বহনকারীরা পড়ে থাকা মাটি অপসারন করলে এমন বিপদজনক পরিস্থিতির ঘটনা ঘটতো না বলে জানান ভুক্তভোগীরা। গতকাল বৃষ্টি শুরু হওয়ার পর হতে সাতক্ষীরা কালিগঞ্জ সড়কের আলীপুর উচ্চ বিদ্যালয় এলাকা (ভাটা) হাদিপুর এলাকা (ভাটা) এলাকার মাটি পানি পিচ্ছিল কাঁদায় মোটর সাইকেল, বাইসাইকেল, ভ্যান, মাইক্রো যাত্রীবাহি বাসের জন্য ছিল কষ্টকর। কোন কোন এলাকায় মোটরসাইকেল কাদায় পড়ে বিপদজনক অবস্থার সৃষ্টি হয়। অবহেলা, দায়িত্বহীনতার জন্য সৃষ্ট বিপদজনক পরিস্থিতি হতে যাত্রীসাধারন এবং জনসাধারনকে রক্ষায় কর্তৃপক্ষ উদ্যোগী হবেন এমন প্রত্যাশা ভুক্তভোগীদের।