শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৪:১৬ অপরাহ্ন

সড়কে সড়কে দূর্ঘটনা ঃ থামছে না মৃত্যুর মিছিল

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২১ নভেম্বর, ২০২২

বাংলাদেশের সড়ক যোগাযোগ ব্যবস্থা অনেকদুর এগিয়েছে। উন্নত এবং আধুনিক বিশ্বের যে কোন দেশের সাথে আমাদের দেশের সড়ক ব্যবস্থাকে তুলনা করা হচ্ছে। বিশ্বের দেশে দেশে তথা বিশ্ব ব্যবস্থায় বাংলাদেশ যতগুলো বিষয়ে আলোচিত এবং আলোকিত তার মধ্যে অন্যতম আমাদের সড়ক ব্যবস্থা। বাংলাদেশের সড়ক ও মহাসড়ক গুলো কেবল উন্নত তা নয়, আধূনিক ও বটে। অতীতের যে কোন সময় অপেক্ষা বর্তমান সময়ে আমাদের দেশের সড়ক ও মহাসড়ক গুলো উন্নত। সড়ক ও মহাসড়ক গুলো উন্নয়নের ছোয়া যেমন বিশ্বমানের অনুরুপ ভাবে সড়কে চলাচল করা যানবাহন গুলোর অধিকাংশ আধুনিক উন্নত। কিন্তু বাস্তবতা হলো বিশ্বের সর্বাপেক্ষা দূর্ঘটনা কবলিত দেশগুলোর মধ্যে আমাদের দেশের নাম বারবার আলোচিত হচ্ছে। বাংলাদেশের অভ্যন্তরের অভ্যন্তরীন যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থায় কাঙ্খিত উন্নয়ন সাধন করেছে সড়ক ও মহাসড়ক গুলো। আমাদের সড়ক ও মহাসড়ক গুলো উন্নত আর আধুনিকতার ছোয়ায় আচ্ছন্ন থাকলেও প্রতিদিনই সড়ক ও মহাসড়ক গুলোতে মানবঘাতক সড়ক দূর্ঘটনা লেগেই আছে। বিশ্ব ব্যবস্থায় আমাদের ভাবমূর্তি দারুন ভাবে ক্ষুন্ন হচ্ছে শুধুমাত্র সড়ক দূর্ঘটনা নামক মানব ঘাতকের কল্যানে। দেশে সড়ক দূর্ঘটনা এমন পর্যায়ে পৌছেছে যে একজন মানষ সুস্থ এবং স্বাভাবিক অবস্থায় ঘরের বাইরে গেলে সুস্থ শরীরে ঘরে ফিরতে পারবে এর কোন নিশ্চয়তা নেই। বলাচলে সড়ক দূর্ঘটনা বর্তমান সময় গুলোতে মহামারী আকার ধারন করেছে। যে পরিবারের কোন সদস্য সড়ক দূর্ঘটনায় আক্রান্ত হয় এবং সড়ক দূর্ঘটনায় নিহত আহত বা পঙ্গুত্ববরন করেন সেই পরিবারই মর্মে মর্মে অনুভব করতে সক্ষম হয় যে সড়ক দূঘৃটনা কতটুকু মর্মান্তিক বেদনার এবং বিপদজনক। কেন বারবার, প্রতিনিয়ত সড়ক দূর্ঘটনা? কেন সড়কে সড়কে মৃত্যুর মিছিল? আহতদের আত্মচিৎকার? সড়ক পরিবহন এর সাথে সংশ্লিষ্ট এবং যাত্রী সাধারনদের সাথে কথা বলে জানাগেছে অতি দ্রুততার সাথে এবং নিয়ন্ত্রনহীন গতিতে যানবাহন চালনার কারনেই সড়ক দূর্ঘটনা ঘটে থাকে। অতিরিক্ত গতিতে যানবাহন চালনার করলে গতি রোধ করনে যেমন সমস্যার কারন অনুরুপ ভাবে সহসাই দূর্ঘটনা ঘটে যায়, বিধায় যানবাহন নিয়ন্ত্রনহীন গতিতে নয়, নিয়ন্ত্রনের মধ্যেই চালনা করতে হবে। সড়ক দূর্ঘটনা রোদে অপরাপর কারনও বিদ্যমান দেশে সড়ক দূর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহন করতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com