শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৫:০৮ পূর্বাহ্ন

সড়ক দুর্ঘটনায় আহত ডাঃ মোবাশ্বিরের ইন্তেকাল। শতশত মানুষের অশ্র“শিক্ত ভালোবাসায় দাফন সম্পন্ন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩

মাসুম, আশাশুনি, প্রতাপনগর প্রতিনিধিঃ প্রতাপনগরে সড়ক দুর্ঘটনায় আহত ডাঃ মোবাশ্বিরের ইন্তেকাল। শতশত মানুষের অশ্রুশিক্ত ভালোবাসায় দাফন সম্পন্ন। বিগত ৩০ সেপ্টেম্বর শুক্রবার খুলনা নিউমার্কেট এলাকায় রাস্তা ক্রসিং এ ইজিবাইকের ধাক্কায় পড়ে গুরুতর আহত হয়। ডাঃ মোবাশ্বির হোসেন। তাৎক্ষণিক তাকে খুলনা আদ্বীন হাসপাতালে পরে সিটি মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় প্রতাপনগর কুড়িকাহুনিয়া গ্রামের কৃতি সন্তান মানবিক সেবক আলহাজ্ব কামরুল ইসলামের একমাত্র পুত্র এমবিবিএস ডাক্তার মোবাশ্বির হোসেন (২৬) মৃত্যু বরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে পরিবার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে। আলেমেদ্বীন, হাফেজে কোরআন, শিক্ষক ছাত্র, সহপাঠী, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যাক্তি সহ শতশত মুসুল্লি এলাকাবাসী অশ্রুশিক্ত ভালোবাসায় তাকে এক নজর দেখার জন্য এবং তার জানাজা নামাজে অংশ গ্রহণ করেন। গতকাল রাত নঢয়টায় তালতলা বাজারস্ত করিমন নেছা কিন্ডার গার্টেন স্কুলের সামনের মাঠে প্রয়াত ডাঃ মোবাশ্বির হোসেনের লাশের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। বিশিষ্ট ব্যবসায়ী হাছান উ্ল্লাহার সঞ্চালনায় জানাজা নামাজ পূর্বে বক্তব্য রাখেন কালিমাখালি সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ সোমবার হোসেন, প্রতাপনগর এ বি এস ফাজিল মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ এ কে এম রুহুল আমিন, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মান্নান, নওয়াবেকী কাদেরিয়া সিনিয়র মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ আলহাজ্ব মাওঃ আব্দুল খালেক, প্রতাপনগর আল আমিন মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মাসুম বিল্লাহ, অধ্যক্ষ মোতাসিম বিল্লাহ, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী, নওয়াবেকী কাদেরিয়া সিনিয়র মাদ্রাসার মাওঃ আবু বকর সিদ্দিক, হাফেজ ডাঃ হাদিউল বারি, সহ শতশত মুসুল্লি জানাজা নামাজে অংশগ্রহণ করেন। জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com