ঢাকা ব্যুরো ॥ সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ৯ কোটি ৪৪ লাখ টাকার আর্থিক সহায়তার দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি আরো জানান, সড়কে পরিবহন আইন-২০১৮-এর আওতায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য গঠিত আর্থিক সহায়তা তহবিলে চলতি বছরের ২৪ জানুয়ারি পর্যন্ত ১৩৩ কোটি ৯৫ লাখ ৮৮৮ টাকা জমা পড়েছে। ওই তহবিল থেকে এ যাবত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২১৪ জনকে আর্থিক সহায়তার চেক দেওয়া হয়েছে। গতকাল সোমবার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। আওয়ামী লীগের সদস্য মোরশেদ আলমের প্রশ্নের লিখিত উত্তরে মন্ত্রী আরো জানান, ২০০৯-১০ অর্থবছর থেকে ২০২২-২৩ অর্থবছর পর্যন্ত সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীনে ৬৩টি ফেরি ও ৬৮টি পন্টুন নির্মাণ করা হয়েছে। সরকারি দলের সদস্য এম আবদুল লতিফের এক প্রশ্নের লিখিত উত্তরে মন্ত্রী ওবায়দুল কাদের জানান, ২০২২ সালের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উত্তরা উত্তর হতে আগারগাঁও পর্যন্ত অংশ এবং গত বছরের ৪ নভেম্বর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশ প্রধানমন্ত্রী উদ্বোধন করেন। এখন শুক্রবার ব্যতীত প্রতিদিন সকাল ৭টা ১০ মিনিট থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত উত্তরা উত্তর হতে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল বাণিজ্যিকভাবে নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিয়মিত চলাচল করছে। অডিট ফার্মের নিরীক্ষা করা ২০২২-২৩ অর্থবছরের চূড়ান্ত হিসাব অনুযায়ী জুন মাস পর্যন্ত মোট আয় ১৮ কোটি ২৮ লাখ ৬ হাজার ৫১৪ টাকা। একই প্রশ্নের জবাবে সড়ক পরিবহন মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর অনুশাসন অনুসরণে এমআরটি লাইন-৬ মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত এক দশমিক ১৬ কিলোমিটার বর্ধিত করার জন্য নির্মাণকাজ পুরোদমে এগিয়ে চলছে। এ পর্যন্ত কাজের সার্বিক অগ্রগতি ২৫ ভাগ। আগামী বছর জুন মাসে ওই অংশ চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।